img

Follow us on

Saturday, Nov 23, 2024

West Bengal Weather: রেকর্ড পারদ পতন! আজ কলকাতার শীতলতম দিন, ঠান্ডা পড়বে আরও

West Bengal Weather: তাপমাত্রা নামল ১৬-এর ঘরে...

img

প্রতীকী ছবি

  2022-11-24 16:28:57

মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা শহরে আজ আরও কমল তাপমাত্রা (West Bengal Weather)। গতকাল কলকাতায় তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি, আজ সেটাই আরও কমে দাঁড়িয়েছে ১৬ ডিগ্রির ঘরে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজই কলকাতার সবথেকে ঠান্ডা দিন আজ।

রেকর্ড পারদ পতন...

এই মরশুমের আজই কলকাতার শীতলতম দিন। গতকাল তাপমাত্রা ১৭ ডিগ্রিতে নামলে বলা হয়েছিল যে, গতকাল শীতলতম দিন এই মরশুমের। তবে গতকালের রেকর্ডকেও টপকে আজকে তাপমাত্রা কমে আসল ১৬-এর ঘরে। এবছরের নভেম্বরের মাঝ থেকেই শহরে শীত শীত ভাব অনুভূত হতে শুরু হয়েছে, যা সত্যিই বিরল ঘটনা। কারণ বিগত ৫ বছরে এমন ঘটনা মহানগরীতে ঘটেনি। ফলে এর থেকেই বোঝা যাচ্ছে যে, এবছর শহরে শীত জাঁকিয়ে পড়তে চলেছে (West Bengal Weather)।

আরও পড়ুন:আজ এই মরশুমের শীতলতম দিন, আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া?

কলকাতার আবহাওয়া

সপ্তাহের শুরুতে পারদ ২০-এর ঘরে থাকলেও সপ্তাহের শেষে ১৬-তে এসে নেমেছে। আর আগামী কয়েকদিন ১৬-এর ঘরেই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতায় সোমবার তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি, বুধবার ১৭ ডিগ্রি এবং বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস৷ হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন শীতের আমেজ বজায় থাকবে (West Bengal Weather)। অবাধ উত্তুরে হাওয়ায় সপ্তাহের শেষে আরও পারদ পতনের সম্ভাবনা রয়েছে। ফলে আর কিছু দিনই বাকি কনকনে ঠান্ডা পড়তে। এর মধ্যে বৃষ্টি হওয়ারও কোনও সম্ভাবনা নেই।

চলতি মাসে কতটা কমবে তাপমাত্রা?

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর ও দক্ষিণবঙ্গের পাশাপাশি রেকর্ড ঠান্ডা পড়তে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম ও পশ্চিম বর্ধমানে। চলতি সপ্তাহের শেষে অন্তত তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে এই জেলাগুলিতে শীতের প্রভাব বেশি থাকবে। আর দক্ষিণবঙ্গে ২ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে (West Bengal Weather)।

অন্যদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার কোন সম্ভাবনা নেই। তবে আবহবিদরা জানিয়েছেন, নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে আন্দামান সাগরে। আজ, ২৪ নভেম্বর ঘূর্ণাবর্ত তৈরী হতে পারে। যা পরবর্তীতে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপ কোনদিকে যায় সেদিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা (West Bengal Weather)।

Tags:

Weather Update

West Bengal weather

kolkata weather

Kolkata Temperature


আরও খবর


ছবিতে খবর