Dense Fog: আরও নামবে তাপমাত্রা! কলকাতায় জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে?...
ঘন কুয়াশায় ঢাকল দক্ষিণবঙ্গের মুখ। ফাইল ছবি।
মাধ্যম নিউজ ডেস্ক: ঘন কুয়াশায় ঢাকল বাংলার একাংশ (West Bengal Weather Update)। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ ঢাকল ঘন কুয়াশায় (Dense Fog)। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবারই মরশুমের শীতলতম দিন। তাদের পূর্বাভাস, চলতি সপ্তাহের শেষে ১৫ ডিগ্রি ছুঁয়ে ফেলবে কলকাতার পারা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নেমে যেতে পারে ১০ ডিগ্রির নীচে। আগামী দুদিন পাল্লা দিয়ে নামবে রাতের তাপমাত্রা। ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে দার্জিলিং-সহ উত্তরবঙ্গের চার জেলায়। কুয়াশার চাদরে ঢাকবে দক্ষিণের তিন জেলাও।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। নিম্নচাপটি শ্রীলঙ্কা উপকূলের গা ঘেঁষে তামিলনাড়ু উপকূলের দিকে এগোবে। বুধবারই এটি স্থলভাগে ঢুকতে পারে। তার জেরেই দক্ষিণবঙ্গে বাধা পড়ছে শীত আসায়। তবে আগামী ৪৮ ঘণ্টায় উত্তুরে হাওয়ার দাপটে নামবে পারা। তার জেরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমবে ২ থেকে ৪ ডিগ্রি। বুধবার থেকেই নামবে তাপমাত্রা। তবে শনিবার শীতের আমেজ বাড়বে অনেকটাই। কোথাও কোথাও জাঁকিয়ে শীত পড়তে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী তিন দিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না গাঙ্গেয় দক্ষিণবঙ্গে।
আরও পড়ুন: “নীতীশ তো চোখের আরাম করতে যাচ্ছেন”, লালুর মন্তব্যে তুঙ্গে বিতর্ক
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারের তুলনায় ২ ডিগ্রি কম। মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঝাড়গ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাস (West Bengal Weather Update), রাজ্যের সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে। রাজ্যের সাত জেলার মুখ সকালের দিকে ঢেকে থাকতে পারে ঘন কুয়াশার চাদরে। বৃহস্পতিবার ঘন কুয়াশার দাপট থাকবে মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। কমতে পারে দৃশ্যমানতাও। এদিন সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমানেও।
২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে উত্তরবঙ্গেও। দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঘন কুয়াশার (Dense Fog) পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (West Bengal Weather Update)।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।