কবে থেকে জেলায় জেলায় শীতের আমেজ বাড়বে? কী বলছেন আবহাওয়াবিদরা?
Weather Update
মাধ্যম নিউজ ডেস্ক: অনুমান করা হয়েছিল যে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শীতের আমেজ শুরু হবে (Weather Update)। কিন্তু এবারে দেখা গেল প্রথম সপ্তাহেই পারদ নামল ২০ ডিগ্রির ঘরে। এর আগে অক্টোবরের শেষে কলকাতায় প্রথম পারদ নামে ২০ ডিগ্রির নিচে। আর আজ আবার নামল পারদ। আবহাওয়া দফতর অনুযায়ী, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এর ফলে সপ্তাহের শেষেই জেলায় জেলায় শীতের আমেজ শুরু হবে।
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। সকালের দিকে হালকা কুয়াশা বা শিশির পড়েছে। জলীয়বাষ্প কমবে, শুষ্ক আবহাওয়া তৈরি হবে। সকালে ও সন্ধ্যায় মনোরম পরিবেশ থাকবে। সূত্রের খবর অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪১ থেকে ৯৩ শতাংশ।
আরও পড়ুন: রেকর্ড পারদ-পতন কলকাতায়! অক্টোবরেই তাপমাত্রা নামল ২০ ডিগ্রির নীচে
উল্লেখ্য, অক্টোবরের শেষে গত দশবছরে রেকর্ড তাপমাত্রা নামে। গত ২৯ অক্টোবর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একদিনে ৪ ডিগ্রি কমে যায় রাতের তাপমাত্রা। এর আগে ২০১২ ও ২০১৮-র অক্টোবরেও ২০ ডিগ্রির নিচে নেমেছিল পারদ। তবে অক্টোবর মাসে কলকাতায় পারদ পতনের সর্বকালীন রেকর্ড ১৯৫৪ সালের ৩১ অক্টোবর। সেবার তাপমাত্রা নেমেছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াসে।
ফলে এবছর তেমনভাবে এখনও পারদ নামতে না দেখা গেলেও, আবহাওয়াবিদদের অনুমান অনুযায়ী, আগামী সপ্তাহের শেষ থেকে শীতের আমেজ বাড়বে। এমনকি আজও সকালে অনেক জনকেই গায়ে চাদর নিয়ে ঘুরতে দেখা যায়। আবার অন্যদিকে, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের আশঙ্কা রয়েছে। যার ফলে শীতের প্রাক্কালে হতে পারে বৃষ্টি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে আগামী সপ্তাহে। এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি করতে পারে। নিম্নচাপটি অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যা উপকূলের স্থলভাগে প্রবেশ করতে পারে। তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কম বলে মনে করছেন আবহাওয়াবিদরা। সরাসরি প্রভাব না পড়লেও মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে আমাদের রাজ্যেও। আগামী সপ্তাহের শেষের দিকে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। আবার হালকা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে সিকিমের উঁচু এলাকায়।