ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়।
আবহাওয়া পূর্বাভাস
মাধ্যম নিউজ ডেস্ক: আবহাওয়ায় ওঠানামা জারি। পারদের ওঠানামা অব্যহত (Weather Forecast)। তাই কখনও কম্বল চাপাতে হচ্ছে তো, কখনও ফ্যান চালাতে হচ্ছে। গতকাল যেমন এক ধাক্কায় ৪ ডিগ্রি নেমে গিয়েছিল পারদ, তেমনই আজ তা ফের বেড়ে প্রায় ১৯ ডিগ্রি সেলসিয়াস। এবার যে পাকাপাকি বিদায় নিচ্ছে শীত, তা প্রায় স্পষ্ট করে দিয়েছেন আবহবিদরা। তবে শীতের এই বিদায় লগ্নে একধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
এবার গোটা রাজ্যেই জমিয়ে পড়েছিল ঠাণ্ডা। বহু বছর পর এবার শীতের আমেজে মন ভরেছে কলকাতাবাসীরও (Weather Forecast)। এবার বিদায়ের পালা। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা শহরে আপাতত আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রার পারদের ওঠানামা চলতে থাকবে। তবে ১৫ ফেব্রুয়ারির পর থেকে এবছরের মতো পাকাপাকিভাবে বিদায়ের পথ ধরে নেবে শীত।
শনিবার কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৩৩ থেকে ৯৪ শতাংশের মধ্যে।
ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। উত্তরবঙ্গের সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে (Weather Forecast)। দার্জিলিং এবং কালিম্পঙে অল্প বৃষ্টির সম্ভাবনা। যদিও রাজ্যের অন্যান্য এলাকা শুকনোই থাকবে। আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়াই থাকবে রাজ্যজুড়ে। বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এবং নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা আগামী ৪৮ ঘণ্টায়। ভোররাতে এবং সকালের দিকে কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ দেখা যাবে গোটা দক্ষিণবঙ্গেই। শনিবার এবং রবিবার আবারও বাড়বে তাপমাত্রা। সোম এবং মঙ্গলবার তাপমাত্রা ফের নিম্নমুখী হবে বাংলায়। মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি বেশ কিছুটা নীচে নামতে পারে পারদ।
আরও পড়ুন: জিট্টি ভাইয়ের সঙ্গে রয়েছে মমতার ভাতৃবধূ কাজরীর যৌথ সম্পত্তি! মিলল হদিশ
মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, পাকিস্তান থেকে রাজস্থান পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত রয়েছে (Weather Forecast)। উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ায় বেশ কিছু পরিবর্তন লক্ষণীয়। এই মুহূর্তে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাশ্মীর ভ্যালি, জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচলপ্রদেশ এবং উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায়। পঞ্জাব, চন্ডীগড় এবং হরিয়ানার কিছু অংশেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। আসাম এবং মেঘালয়ে শনি ও রবিবার ঘন কুয়াশার দাপট দেখা যাবে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।