img

Follow us on

Wednesday, Oct 23, 2024

Bengal Weather: ফের জাঁকিয়ে শীত! পারদ পতনের আশঙ্কা, কী বলছে হাওয়া অফিস?

Winter in Bengal: সঙ্গী কুয়াশা, পারদপতনে রাজ্যে ফের শীত ফেরার ইঙ্গিত

img

কুয়াশা ঢাকা পথ।

  2024-01-20 11:21:17

মাধ্যম নিউজ ডেস্ক: মেঘ-বৃষ্টির শেষে আবার পারদপতন রাজ্যে। রাতের তাপমাত্রা কমল বেশ কয়েক ডিগ্রি। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা কমে হয়েছে ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই শনিবার বৃষ্টির পূর্বাভাস নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। ২৩ জানুয়ারি পর্যন্ত আর খুব বেশি পারদ উত্থান পতনের ইঙ্গিত নেই। ২৪ জানুয়ারির পর আরও সামান্য পারদ পতন হতে পারে। উত্তরবঙ্গে অবশ্য আংশিক মেঘলা আকাশের সঙ্গে থাকবে ঘনকুয়াশার দাপট।

দক্ষিণবঙ্গে শীতের আমেজ

আগামী কয়েক দিন রাজ্যের তাপমাত্রাতে খুব একটা হেরফের হবে না। আরও বেশ কয়েক দিন জমিয়ে শীত উপভোগ করতে পারবেন রাজ্যবাসী। ২৪ জানুয়ারির পর আরও সামান্য পারদ পতন হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে এখন মোটের উপর শুকনো আবহাওয়া থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে কলকাতা-সহ রাজ্যের বাকি জেলাতে। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশের পূর্বাভাস। কুয়াশার সতর্কতা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া ও বর্ধমান সহ সংলগ্ন কিছু এলাকায়। বিকেলের পর আবহাওয়া শুষ্ক থাকবে।

আরও পড়ুন: ২০৩৬ অলিম্পিক্স আয়োজনে ত্রুটি রাখবে না ভারত! আশার কথা শোনালেন মোদি

উত্তরবঙ্গের আবহাওয়া

কুয়াশার সতর্কতা রয়েছে  উত্তরবঙ্গের সবকটি জেলায়। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কুয়াশার দাপট সবথেকে বেশি। এছাড়াও দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারেও কুয়াশার দাপট থাকবে। দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের সব জেলাতেই শীতল দিনের পরিস্থিতি। কোল্ড -ডে থাকবে রবিবার পর্যন্ত। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পং জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লেপ-কম্বলের তলায় সারা দিন কাটাচ্ছে ডুয়ার্স সংলগ্ন অঞ্চলগুলোও। দুপুর ১১টা বেজে গেলেও রোদের দেখা মিলছে না কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। এরই মধ্যে শীত উপভোগ করতে পাহাড়ে পর্যটকের ঢল নেমেছে। ডুয়ার্সে হাতি, গণ্ডার, হরিণ দেখার ভিড়।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

Weather Update

Bengal Weather

bangla news

West Bengal weather

kolkata weather

winter in bengal


আরও খবর


ছবিতে খবর