কোন কোন রুটে চালানো হবে ট্রেন?
বন্দে ভারত এক্সপ্রেস
মাধ্যম নিউজ ডেস্ক: খুব শীঘ্রই দেশের দ্রুততম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) পেতে চলেছে বাংলা। এমনটাই জানালেন দার্জিলিং- এর সাংসদ রাজু বিস্ত। তিনি বলেন, "শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি রুটে চলবে বন্দে ভারত এক্সপ্রেস।" সোমবার শিলিগুড়ির একটি অনুষ্ঠানে রাজু বিস্ত বলেন, "যখন শিয়ালদা-নিউ জলপাইগুড়ি রুটে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করা হবে, তখন মানুষ অনেক দ্রুত নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। যা এই অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে নয়া অধ্যায়ের সূচনা করবে।" সেই অনুষ্ঠানে হাজির ছিলেন শিলিগুড়ির বিজেপি সাংসদ শংকর ঘোষ এবং উচ্চপদস্থ আধিকারিকরা। তবে রেলের তরফে সরকারিভাবে এখনও জানানো হয়নি যে কবে পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল বা উত্তর-পূর্ব সীমান্ত রেলের ভাগ্যে বন্দে ভারত এক্সপ্রেস জুটবে। চলতি বছর আরও তিনটি রুটে চলবে বন্দে ভারত এক্সপ্রেস। মুম্বই সেন্ট্রাল-গান্ধীনগর, অম্ব অন্দৌরা-নয়াদিল্লি এবং মাইসুরু- বেঙ্গালুরু-চেন্নাই সেন্ট্রাল বন্দে ভারত এক্সপ্রেস।
আরও পড়ুন: ‘অগ্নি’ পরীক্ষার আগেই ভারত মহাসাগরে হাজির চিনের সেই ‘গুপ্তচর’ জাহাজ, কেন জানেন?
উল্লেখ্য, চলতি বছর দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২০২৩ সালের ১৫ অগাস্ট এর মধ্যে সারা ভারত জুড়ে চলবে ৭৫ টি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) চালানোর ঘোষণা করেন। ২০১৯ সাল থেকে ভারতে চলছে বন্দে ভারত এক্সপ্রেস। আপাতত দেশজুড়ে বিভিন্ন রুটে পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। যারমধ্যে নয়া সংযোজন মাইসুরু-চেন্নাই রুটের বন্দে ভারত এক্সপ্রেস। বাকি বন্দে ভারত এক্সপ্রেসগুলি চলে মুম্বই-আহমেদাবাদ, নয়া দিল্লি-বারাণসী, নয়াদিল্লি- বৈষ্ণোদেবী কাটরা এবং নয়াদিল্লি-উনা রুটে। হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস চালু হলে কলকাতা ও উত্তরবঙ্গের মধ্যেকার যাতায়াতের সময় অনেকটাই কমবে। বর্তমানে কলকাতা থেকে এনজেপি পৌঁছতে সময় লাগে ৮ থেকে ১০ ঘণ্টা। বন্দে ভারতে সময় লাগবে ৫ থেকে ৬ ঘণ্টা। অর্থাৎ প্রায় ২ থেকে ৩ ঘণ্টা সময় বাঁচবে।
বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) সর্বোচ্চ ২০০ কিলোমিটার বেগে চলতে পারে। ট্র্যাক ও সিগন্যাল পারমিট থাকলেই একমাত্র এই গতিবেগে পৌঁছনো সম্ভব। ট্রেনটিতে ১৬টি কামরা রয়েছে। শতাব্দী এক্সপ্রেসের মতোই আসন ক্ষমতা রয়েছে এই ট্রেনের। বন্দে ভারতে উভয় প্রান্তে অ্যারোডাইনামিক্যালি ডিজাইন করা ড্রাইভার কেবিন রয়েছে।
প্রযুক্তি এবং নিরাপত্তার দিক থেকে ট্রেনটিতে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। চেন্নাইয়ের ইনটিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হয়েছে এই ট্রেন (Vande Bharat Express)। এই ট্রেনের ব্রেকিং সিস্টেমে বিশেষ নজর দেওয়া হয়েছে। পাওয়ার কনসামশন কমিয়ে যাতে এর ব্যবহার সম্ভব হয় সেদিকেই নজর দিয়েছে আইসিএফ। শুধু অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহারই নয়, বন্দে ভারতে যাত্রী নিরাপত্তা ও যাত্রী স্বচ্ছন্দ্যকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।