img

Follow us on

Sunday, Jan 19, 2025

Amartya Sen: কেন অমর্ত্য সেন নিচ্ছেন না বঙ্গবিভূষণ? বিদেশে থাকার জন্যই কি, না অন্য কারণ?

SSC Scam: নোবেলজয়ী অর্থনীতিবিদের এই পুরস্কার গ্রহণ না করার সিদ্ধান্তের নেপথ্যে রাজ্যের সাম্প্রতিক দুর্নীতির ঘটনাপ্রবাহের প্রভাব রয়েছে বলে মনে করছেন অনেকে...

img

অমর্ত্য সেন (ফাইল ছবি)

  2022-07-25 16:46:35

মাধ্যম নিউজ ডেস্ক: আজ রাজ্য সরকারের তরফে প্রদান করা হবে বঙ্গবিভূষণ পুরস্কার (Banga Vibhushan)। রাজ্যের তরফে ঘোষণা করা হয়েছিল, এবছর নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Nobel laureate Amartya Sen)  পেতে চলেছেন বঙ্গবিভূষণ পুরস্কার। 

কিন্তু, রবিবার, জানা যায়, রাজ্য সরকারের দেওয়া বঙ্গবিভূষণ পুরস্কার গ্রহণ করছেন না নোবেলজয়ী অর্থনীতিবিদ (Nobel winning economist Amartya Sen)। কারণ হিসেবে প্রবীণ অর্থনীতিবিদের পরিবারের তরফে জানানো হয়, বর্তমানে বিদেশে রয়েছেন। এখন দেশে ফিরছেন না অমর্ত্য সেন। তাই তিনি পুরস্কার নিতে পারছেন না। এখানেই শেষ নয়। পরিবারের মাধ্যমে অমর্ত্য আরও জানিয়েছেন, তিনি অনেক পুরস্কার পেয়েছেন। এ বার নতুন কাউকে ওই সম্মান দেওয়া হোক।

যদিও, এই পুরস্কার না নেওয়ার নেপথ্যে অন্য কারণ দেখতে পাচ্ছেন অনেকে। এসএসসি কাণ্ডে (SSC scam) এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) হানায় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়ি থেকে বস্তা বস্তা ভর্তি প্রায় ২২ কোটি টাকা উদ্ধার হয়। সেই টাকা রাখা ছিল শিক্ষা দফতরের খামে মোড়া অবস্থায়। ঘটনায় ইডি-র (ED) হাতে গ্রেফতার হন পার্থ ও অর্পিতা। 

আরও পড়ুন: হুইল চেয়ারে আইসিসিইউ রোগী! পার্থকে দেখে বিস্মিত হৃদরোগ চিকিৎসকদের একাংশ

এই ঘটনায় রাজ্য তো বটেই, গোটা দেশে আলোড়ন পড়ে গেছে। তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। এই প্রেক্ষিতে ২ দিন আগেই, রাজ্য সরকারকে আক্রমণ করতে গিয়ে বঙ্গবিভূষণ মনোনীতদের উদ্দেশে পুরস্কার প্রত্যাখ্যান করার আবেদন জানিয়েছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। একেবারে চিঠি লিখে বিশিষ্টদের কাছে আবেদন করেন সিপিএম নেতা বলেছিলেন, "রাজ্য সরকার কলুষিত, তাদের দেওয়া সম্মান বয়কট করুন।"

সেই সময়ই অমর্ত্য সেনের উদ্দেশে বাম নেতার আবেদন ছিল, যে সকল এসএসসি চাকরীপ্রার্থী আন্দোলন করছে, তারা অমর্ত্য সেনকে অনুপ্রেরণা হিসেবে দেখে। তাদের চোখে অমর্ত্য সেন 'আইডল'। সেই সব ছেলেমেয়েদের কথা মনে করে তিনি (অমর্ত্য) যেন এই পুরস্কার প্রত্যাখ্যান করেন।

অমর্ত্য সেনের পুরস্কার গ্রহণ না করার সিদ্ধান্তের নেপথ্যে পার্থর গ্রেফতারি কাণ্ডের প্রভাব রয়েছে বলে মনে করছেন অনেকে। সিপিএমের একাংশের দাবি, সুজনের আহ্বানে সাড়া দিয়েই অমর্ত্য সম্মান নিতে রাজি হননি। তবে ঘটনাক্রম বলছে, পার্থকাণ্ডের আগেই অমর্ত্য তাঁর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন। তবে, পার্থ কাণ্ডের সঙ্গে এর সরাসরি প্রভাব না থাকলেও, সাম্প্রতিক অতীতে রাজ্যে ঘটে যাওয়া একাধিক দুর্নীতি, হত্যা, ধর্ষণ ও কেলেঙ্কারির ঘটনাপ্রবাহের প্রভাব থাকলেও থাকতে পারে বলে মনে করছেন অনেকে। 

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা পৌঁছে গিয়েছে বাংলাদেশে! ইডি সূত্রে উঠে এল নতুন তথ্য

Tags:

SSC recruitment scam

ssc scam

Mamata Government

partha chatterjee arrest

Amartya Sen

Nobel laureate Amartya Sen

Banga Vibhushan Samman