মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। কিন্তু তার আগেই প্রশ্নপত্র ফাঁস! আজ ছিল মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন। এদিন ছিল ইংরেজি পরীক্ষা। কিন্তু পরীক্ষা শেষের আগেই সোশ্যাল মিডিয়ায় পরীক্ষার প্রশ্ন ঘুরে বেড়ানোর অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ট্যুইট করলেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই প্রশ্নপত্রের ছবি। পরীক্ষা শেষের আগেই কীভাবে সোশ্যাল মিডিয়ায় সেই প্রশ্ন এল তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার। এ বিষয় খতিয়ে দেখার কথাও বলেছেন তিনি। শুক্রবার সকাল থেকেই প্রশ্নপত্র ফাঁসের কাণ্ডে শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে।
কী বললেন সুকান্ত মজুমদার?
শুক্রবার মাধ্যমিকের দ্বিতীয় ভাষার পরীক্ষা চলাকালীনই ট্যুইটারে ‘ইংরেজি প্রশ্নপত্রের’ ৩টি পাতার ছবি পোস্ট করেন তিনি। সুকান্তের পোস্ট করা প্রশ্নপত্রের ছবি দেখে পরীক্ষা দিয়ে বেরোনোর পর কয়েক জন মাধ্যমিক পরীক্ষার্থী জানিয়েছে, এটি এ বারের ১৬ পাতার ইংরেজি প্রশ্নপত্রেরই ৩টি পাতা। পরীক্ষা চলাকালীন দুপুর ১টা ৪২ মিনিটে ট্যুইটারে সুকান্ত লেখেন, ‘‘আজ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। যদিও আজ সকাল থেকেই এ বারের মাধ্যমিক পরিক্ষার ইংরেজি প্রশ্নপত্র বলে এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। কিছু সময়ের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না তা স্পষ্ট হয়ে যাবে।”
সুকান্ত মজুমদার সংবাদমাধ্যমে বলেন, “আমার কাছে ১২টা ৪৮ মিনিটে হোয়াটসঅ্যাপে এই প্রশ্নপত্র এসে যায়। ফলে এটি যে প্রশ্নপত্র ফাঁস, তা নিয়ে আমার কোনও দ্বিমত নেই।” এর পরেই তাঁর মন্তব্য, “যদি বলা হয়ে থাকে, কোনও পরীক্ষার্থী ভিতর থেকে ছবি তুলে বার করেছে তবে তা তো মধ্যশিক্ষা পর্ষদেরই দেখা উচিত। কী করে সেটা সম্ভব হল? মাধ্যমিক পরীক্ষার হলে তো মোবাইল নিয়ে ঢোকার নিয়ম নেই।” অনেকে আবার সুকান্তের ট্যুইট করায় এতে বিধিভঙ্গ হয়েছে বলে অভিযোগ করলে তিনি দাবি করেন ১২টা ৪৮-এ প্রশ্নপত্র পেলেও দেড়টার পরে যেহেতু পরীক্ষার্থীরা বাইরে আসতে পারেন, তাই সে সময় পর্যন্ত অপেক্ষা করে তিনি ট্যুইট করেছেন।
আজ মাধ্যমিকের ইংরেজি পরিক্ষা। সকল পরিক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। যদিও আজ সকাল থেকেই এবারের মাধ্যমিক পরিক্ষার ইংরেজি প্রশ্নপত্র বলে এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। কিছু সময়ের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না তা স্পষ্ট হয়ে যাবে। pic.twitter.com/sVaNqJiJvE
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) February 24, 2023
'প্রশ্নপত্র ফাঁস' কাণ্ড ঘিরে একাধিক প্রশ্ন
প্রশ্ন উঠছে, পরীক্ষার শেষেও পরীক্ষার্থীদের এই প্রশ্নপত্র বাইরে আনার নিয়ম নেই। প্রশ্নপত্রেই উত্তর লিখতে হয়। ফলে সুকান্ত কী ভাবে ‘প্রশ্নপত্র’ পেলেন? আবার সুকান্তর পোস্ট করার ‘প্রশ্নপত্রের’ পাতার ছবিতে একটি হাতের ছবি দেখা যাচ্ছে। যা দেখে মনে করা হচ্ছে, কোনও পরীক্ষার্থী গোপনে মোবাইল ফোনে ছবি তুলে পাঠিয়ে দিয়েছে। কিন্তু পরীক্ষাকেন্দ্রের নজরদারি এড়িয়ে কী ভাবে ওই পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তুলল এবং পাঠাল— তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের খবর ছড়িয়ে পড়তেই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
+ There are no comments
Add yours