মাধ্যম নিউজ ডেস্ক: আজ ২১ ডিসেম্বর কাঁথিতে সভা করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মানুষের সামনে তুলে ধরবেন আবাস যোজনা, ১০০ দিনের কাজ-সহ রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি, সন্ত্রাস, খুন, তোলাবাজির কথা। এমনটাই দাবি করেছে বিজেপি নেতৃত্ব। কাঁথি রেল স্টেশনে হবে এই সভা।
মঙ্গলবারই দিল্লি থেকে কলকাতা ফিরেছেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari)। রাজ্যের মাটিতে পা রেখেই বিজেপি সমর্থকদের জন্যে বিশেষ বার্তা দিয়েছেন তিনি। বলেছেন ২ লক্ষের বেশি ভোটে বিজেপি প্রার্থীকে জিতিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কাঁথি লোকসভা উপহার দেবেন। দুদিনের দিল্লি সফরে শুভেন্দু দেখা করেছেন স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং- এর সঙ্গে। দিল্লি সফর ও অমিত শাহের সঙ্গে বৈঠক প্রসঙ্গে শুভেন্দু বলেন, রাজ্যের বিরোধী দলনেতাকে বিভিন্ন কেস দিয়ে হেনস্থা করা হচ্ছে সেটা দেশের সকলের জানা উচিত, সেই ব্যবস্থা করতেই গিয়েছিলেন। দিল্লিতেই দেখা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও। হয়েছে সৌজন্য বিনিময়ও। তাই এবার দিল্লি থেকে ফিরেই চার্জড আপ শুভেন্দু।
কী চমক থাকবে সভায়?
আজ সভাতেই দেখা যাবে তার ঝলক। রাজনৈতিকমহলের দাবি, এই সভা থেকে ফের একবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করবেন তিনি। ডিসেম্বর মাসের ৩ তারিখ এই কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ির কাছেই সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেই একই দিনে ডায়মন্ড হারবারে সভা ছিল শুভেন্দুর (Suvendu Adhikari)। শুভেন্দু-সহ গোটা অধিকারী পরিবারকে নিশানা করে একের পর এক আক্রমণ শানিয়েছিলেন তৃণমূল সাংসদ৷ আর আজ জবাব দেওয়ার দিন। নিজের গড়ে দাঁড়িয়ে অভিষেককে জবাব দেবেন শুভেন্দু। শুভেন্দুর দাবি, তৃণমূলের শত চেষ্টা সত্ত্বেও বিজেপির এদিনের সভা সফল হবে।
এদিকে শুভেন্দুর (Suvendu Adhikari) ডিসেম্বর রহস্য নিয়ে গেরুয়া শিবিরকে ক্রমাগত খোঁচা দিয়ে চলেছে ঘাসফুল শিবির। শুভেন্দুর বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূল নেতৃত্ব। প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই ডিসেম্বর মাসে রাজ্যে বড় কিছু ঘটার দাবি করে আসছিল পদ্ম শিবির। ডিসেম্বর মাস যত এগিয়ে আসে, তত বিরোধী দলনেতার হুঁশিয়ারি নিয়ে জল্পনা বাড়ে রাজ্য রাজনীতিতে। ডিসেম্বর মাসের শুরুতে শুভেন্দু অধিকারীর তরফে একেবারে তিনটি তারিখ ঘোষণায় শোরগোল পড়ে যায়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘‘ডিসেম্বরের ১২, ১৪, ২১... তিনটে দিন খুব গুরুত্বপূর্ণ। ওয়েট অ্যান্ড ওয়াচ।’’ আজ ডেডলাইনের তৃতীয় দিন। আজ ২১ ডিসেম্বর। শুভেন্দু অধিকারীর দেওয়া ডেডলাইনের তৃতীয় দিন।
আরও পড়ুন: 'ডাকাতকে বাঁচাতে সরকার যা করছে, তাতে বিপদ বাড়ছে' অনুব্রত প্রসঙ্গে শুভেন্দু
যদিও, মঙ্গলবার দিল্লি থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী সাফ জানালেন, ‘‘আমি যে তিনটি দিনের কথা উল্লেখ করেছিলাম তাতে আমি একবারও বলিনি যে সরকার পড়ে যাবে। তবে অপেক্ষা করুন সব হবে। প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ভুয়ো শিক্ষকদের চাকরি বাতিল প্রক্রিয়া শুরু হয়ে গেছে। দুর্নীতির সঙ্গে যুক্তরাও কেউই ছাড় পাবে না।’’ আজ কাঁথির সভা থেকে বিরোধী দলনেতা (Suvendu Adhikari) কোন বার্তা দেন, সেখান থেকে তিনি কী খোলসা করেন, সেই দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল।
+ There are no comments
Add yours