T20 World Cup: জয়ের কাছাকাছি ছিলাম, তবে ম্যাচ শেষ করতে পারিনি! ভারতের কাছে হারের জন্য অনভিজ্ঞতাকেই দায়ী করলেন শাকিব

আম্পায়ারের সঙ্গে বাংলাদেশের নদী নিয়ে আলোচনা করছিলেন? সাংবাদিকের প্রশ্নের ঠান্ডা মাথায় জবাব দিলেন শাকিব
Shakib-Al-Hasan
Shakib-Al-Hasan

মাধ্যম নিউজ ডেস্ক: সমর্থকরা যা-ই বলুন, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে পাঁচ রানে হারের জন্য নিজেদের অভিজ্ঞতার অভাবকেই দুষছেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। ম্যাচ শেষে তিনি বলেন, “আমরা এই ধরনের ক্লোজ ম্যাচ খুব একটা খেলিনি। ফলে কীভাবে স্নায়ুর চাপ ধরে রেখে এই ধরনের ম্যাচ জিততে হয়, সে বিষয়ে আমরা অনভিজ্ঞ। ১৮৫ হোক বা ১৫১ রান, তাড়া করাটা অসম্ভব ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেটা করতে পারিনি। আবেগ নিয়ন্ত্রণের অক্ষমতা এবং অভিজ্ঞতার অভাবেই আমরা হারলাম।” 

[fb]https://fb.watch/gzqtY_eIBW/[/fb]

বৃষ্টির জেরে ব্যাটিং টিম বাড়তি সুবিধা পায় বলেও দাবি করেন শাকিব, “ভেজা মাঠে সবসময় ব্যাটাররা সুবিধা পায়। কারণ সেসময় রান করা সহজ হয়। উল্টে আমরা বৃষ্টির পর মোমেন্টামটাই হারিয়ে ফেলি। আবেগ নিয়ন্ত্রণে রাখতে না পারার কারণেই হারতে হল। কী ভাবে ম্যাচটা শেষ করতে হবে, সে সম্পর্কে আমাদের কোনও ধারণা ছিল না।” ম্যাচ হারের জন্য কোনও বিশেষ মুহূর্তের কথা জিজ্ঞাসা করা হলে শাকিব জানান,  "লিটনের রান আউটটা গুরুত্বপূর্ণ ছিল। বৃষ্টির পরেই আমরা ছন্দ হারালাম। কিন্তু বৃষ্টিকে তো আর নিয়ন্ত্রণ করা যায় না।"

আরও পড়ুন: বিরাট রেকর্ড কোহলির! সচিনকে পিছনে ফেলে বিদেশের মাঠে সর্বোচ্চ রান সংগ্রাহক কে জানেন?

বৃষ্টির পর বাংলাদেশ কি আর খেলতে চাইছিল না? সে কথাই কি আম্পায়ারকে বলছিলেন তিনি? এক সাংবাদিকের এই প্রশ্নকেও দারুণভাবে সামলে দেন শাকিব। বাংলাদেশ অধিনায়ক হাসতে হাসতে জবাব দেন, "আমাদের হাতে কি কোনও সুযোগ ছিল? আম্পায়ারকে কি বোঝানোর ক্ষমতা আছে আমার?" ওই সাংবাদিক পুনরায় জানতে চান, তাহলে আপনি কি আম্পায়ারের সঙ্গে বাংলাদেশের নদী নিয়ে আলোচনা করছিলেন? তখনও মাথা ঠান্ডা রেখেই শাকিব ঘটনার বিবরণ দেন। বলেন, দুই দলের অধিনায়ককে ডেকেছিলেন আম্পায়ার এবং লক্ষ্যমাত্রা, কত ওভার বাকি ও খেলার নিয়ম বলছিলেন। সেই অনুযায়ীই খেলা এগিয়েছে।

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles