T20 World Cup: দলীয় সংহতির প্রমাণ! শামিদের জন্য বিমানের বিজনেস ক্লাসের টিকিট ছেড়ে দিলেন কোহলি-রোহিতরা

আইসিসির নিয়ম অনুযায়ী প্রত্যেক দল বিমানের বিজনেস ক্লাসের চারটি করে টিকিট পায়।
2022_3img10_Mar_2022_PTI03_10_2022_000302B-scaled
2022_3img10_Mar_2022_PTI03_10_2022_000302B-scaled

মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup) সেমিফাইনালে বৃহস্পতিবার ইংল্যান্ডের (England) মুখোমুখি হচ্ছে ভারত (India)। গ্রুপ শীর্ষে থেকে শেষ চারে জায়গা করে নেওয়ায় ইংরেজদের বিরুদ্ধে এগিয়ে টিম ইন্ডিয়া। তবে লড়াই যেহেতু ফাইনালে ওঠার তাই কঠোর চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সেটা ভালোই জানেন রোহিত শর্মারা। খেলাটি হবে অ্যাডিলেডে। যেখানে গ্রুপের ম্যাচে বাংলাদেশকে হারাতে বেগ পেতে হয়েছিল ভারতীয় দলকে। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে রোহিত শর্মারা সতর্ক এবং সতীর্থদের জন্য সহানুভূতিশীল। সোমবার তারই ছবি ধরা পরল ভারতীয় শিবিরে। বিরাট কোহলিরা বিমানের বিজনেস ক্লাসের টিকিট ছেড়ে দিলেন মহম্মদ শামিদের জন্য। পরপর ম্যাচ খেলার ফলে পেশারদের অনেক বেশি পরিশ্রম হয়েছে। তাই সেমিফাইনালের আগে দলের চার পেশারকে সুস্থ ও সতেজ রাখার জন্য কোহলিদের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: বোলারের মন বুঝে ব্যাট করার চেষ্টা করি! নিজের সাফল্যের রসায়ন সম্পর্কে কী বললেন সূর্য?

আইসিসির (ICC) নিয়ম অনুযায়ী প্রত্যেক দল বিমানের বিজনেস ক্লাসের চারটি করে টিকিট পায়। সাধারণত কোচ রাহুল দ্রাবিড়, ক্যাপ্টেন রোহিত শর্মা, ভাইস ক্যাপ্টেন লোকেশ রাহুল এবং আইকন ক্রিকেটার হিসেবে বিরাট কোহলির এই সুবিধা পাওয়ার কথা ছিল। সেই মতো বিজনেস ক্লাসের টিকিট ইস্যু হয়েছিল তাদের নামে। কিন্তু তারা কেউই সেই সুবিধা ভোগ করলেন না। উল্টে যা করলেন তা নজিরবিহীন। বিজনেস ক্লাসের চারটি টিকিট তুলে দেওয়া হয় চার পেশার শামি, অর্শ্বদীপ সিং, ভুবনেশ্বর কুমার ও হার্দিক পান্ডিয়ার হাতে। যাতে তাঁরা মেলবোর্ন থেকে অ্যাডিলেড যাওয়ার পথে বিমানে একটু ছড়িয়ে ছিটিয়ে বসতে পারেন। ছোট্ট একটি ঘটনা হলেও রোহিত শর্মা, বিরাট কোহলিদের ভূমিকা প্রশংসিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয় বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নামার আগে ভারতীয় দলে সংহতি এবং সহানুভূতিশীলতার যে ছবি ধরা পড়েছে তা তারিফ যোগ্য। এর ইতিবাচক প্রভাব মাঠে পড়বে বলেই আশা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: ইংল্যান্ড শক্তিশালী দল! সেমিফাইনালে লড়াই হবে সমানে সমানে, অভিমত রোহিতের

আসলে ২০০৭ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। আর সেটাই ছিল শেষ। তারপর একাধিক টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসেছে, ভারতের পারফরম্যান্স সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এবার রোহিত শর্মাদের ঘিরে অনেকেই আশাবাদী। তার একটা বড় কারণ দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি, সূর্য কুমার যাদব। রানে ফিরেছেন লোকেশ রাহুল। বোলিং বিভাগও দুর্দান্ত পারফর্ম করছে। চ্যাম্পিয়ন হতে ভারতকে আরও দুটি বাধা টপকাতে হবে। তাই কাঁধে কাঁধ মিলিয়ে স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ রোহিত বাহিনী।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles