Suryakumar Yadav: সূর্যের তেজ! প্রথমবার আইসিসি টি-২০ ব্যাটারদের তালিকায় শীর্ষে সূর্যকুমার

বিশ্বকাপ জয় অনেকটাই নির্ভর করছে সূর্য কুমার যাদবের উপর। কারণ যে কোনও পিচে তিনি রান করতে সক্ষম।
Suryakumar
Suryakumar

মাধ্যম নিউজ ডেস্ক: সূর্যকুমার যাদবের দুরন্ত ফর্ম অব্যাহত। চলতি টি-২০ বিশ্বকাপে চার ম্যাচে ১৬৪ রান করে ফেলেছেন তিনি। যাতে রয়েছে দু’টি অর্ধশতরানের ইনিংসও। সেই সুবাদে প্রথমবার আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন তিনি। সিংহাসনচ্যুত করলেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ানকে। ‘স্কাই’-এর সংগৃহীত রেটিং পয়েন্ট ৮৬৩।  রিজওয়ানের ৮৪২। দশম স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (৬৩৮)। ভারতের জার্সিতে অভিষেকের পর থেকেই ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন সূর্যকুমার। ক্রিজে এসে প্রথম বল থেকে মারমুখী মেজাজে থাকেন ‘স্কাই’। চলতি  বিশ্বকাপের প্রথম ম্যাচে  পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ১৫ রানে আউট হয়েছিলেন তিনি। দ্বিতীয়  ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ঘুরে দাড়ান। উপহার দেন ৫১ রানের ইনিংস। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও দলের কঠিন পরিস্থিতিতে হাল ধরেছিলেন তিনি। হাঁকিয়েছিলেন আরও একটি দুর্দান্ত হাফ সেঞ্চুরি। বাংলাদেশ ম্যাচেও সূর্যের ব্যাট থেকে বেরিয়েছে  রানের ফুলঝুরি। ১৬ বলে করেন ৩০ রান।

ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইসিসি টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান দখলের জন্য সূর্যকে অভিনন্দন জানানো হয়েছে। বিসিসিআই ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে সূর্য কুমারের ছবি। তার প্রত্যুত্তরে ভারতীয় ব্যাটসম্যানটি লিখেছেন, "আপনাদের ভালোবাসা ও সমর্থনে আমি গর্বিত। যা আমাকে আরো কঠোর পরিশ্রম করার অনুপ্রেরণা যোগায়।"

আরও পড়ুন: বিরাট রেকর্ড কোহলির! সচিনকে পিছনে ফেলে বিদেশের মাঠে সর্বোচ্চ রান সংগ্রাহক কে জানেন?

দুরন্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি। তবে বিসিসিআই-এর (BCCI) ভারতের এবার বিশ্বকাপ জয় অনেকটাই নির্ভর করছে সূর্য কুমার যাদবের উপর। কারণ যে কোনও পিচে তিনি রান করতে সক্ষম। হাতে রয়েছে রকমারি শট। সেই কারণেই তো সূর্যকে বলা হয় থ্রি সিক্সটি ডিগ্রি ব্যাটসম্যান। ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সূর্য কুমারকে। তিনি বলেছেন, শুধু টি-টোয়েন্টি (T- 20) ফরম্যাট নয় ওয়ানডের (ODI) পাশাপাশি টেস্ট ক্রিকেটেও এরকম চমকপ্রদ ইনিংস খেলার ক্ষমতা রয়েছে সূর্য কুমারের। তাই ওকে অবিলম্বে লাল বলের ক্রিকেটে দেশের জার্সি গায়ে খেলানোর চিন্তা ভাবনা করা উচিত।

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles