Kamala Harris: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে এবারে কড়া প্রতিক্রিয়া দিল আমেরিকা।
চুক্তি সাক্ষরের পর রাষ্ট্রসংঘের জেনারেল সেক্রেটারি অ্যান্টনিও গুয়েতরেস বলেন, "গোটা বিশ্বের জন্যে এটা খানিকটা স্বস্তির বিষয়।"
যদিও ঠিক কত সেনার প্রাণ গিয়েছে, সে বিষয়ে মৌনতা বজায় রেখেছে পুতিনের দেশ।
কয়েক সপ্তাহ আগেই, তিনি ডগলাস বুরিগো নামে ব্রাজিল সেনার এক প্রাক্তন সদস্যকে সঙ্গে নিয়ে, ব্রাজিল থেকে ইউক্রেনে গিয়েছিলেন।