Telecom Bill 2022: এবার থেকে হোয়াটসঅ্যাপ কলেও গুণতে হবে টাকা? খসড়া টেলিকম বিলে প্রস্তাব

ওটিটি প্ল্যাটফর্মকে আনা হতে পারে টেলিকম বিভাগের আওতায়...
OTT
OTT

মাধ্যম নিউজ ডেস্ক: এবার থেকে হোয়াটসঅ্যাপে কল করলেও দিতে হতে পারে টাকা। ভারতীয় টেলিযোগাযোগ বিল ২০২২ এর খসড়া প্রকাশ করেছে ভারতীয় টেলিযোগাযোগ বিভাগ (DoT)৷ ২০ অক্টোবরের মধ্যে বিলটির বিষয়ে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার (TRAI) পরামর্শ চাওয়া হয়েছে ৷ ইতিমধ্য়েই টেলিকম বিলের খসড়ায় সেই প্রস্তাব দেওয়া হয়েছে। বিলের খসড়াতে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে কল বা বার্তা পাঠানোর সুবিধাটি আগামী দিনে টেলিকম পরিষেবা হিসাবে বিবেচিত হবে। এর জন্য এই প্রতিষ্ঠানগুলিকে লাইসেন্স নিতে হবে আলাদা করে। 

বহুদিন ধরেই হোয়াটসঅ্যাপ, ফেসবুকের ফ্রি কলের বিরুদ্ধে কেন্দ্রকে অভিযোগ জানাচ্ছে টেলিকম সংস্থাগুলি। হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলি কেন গ্রাহকদের মেসেজিং বা কলিং পরিষেবা দিচ্ছে তার বিরুদ্ধে সওয়াল করে টেলিকম কোম্পানিগুলি। অভিযোগ, এর ফলে আর্থিক ক্ষতি হচ্ছে সংস্থাগুলির। টেলিকম কোম্পানিগুলির এই অভিযোগের পরই জনগণের মতামত জানতে খসড়া বিলে এই প্রস্তাব দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: টার্গেট আরএসএস? সংঘের ওপর গুপ্তচরবৃত্তি চালাত পিএফআই! চক্রান্ত ফাঁস   

ওভার-দ্য-টপ (OTT) প্ল্যাটফর্মগুলিকে টেলিকম লাইসেন্সের আওতায় আনার প্রস্তাবও দেওয়া হয়েছে সেই খসড়ায়। ওটিটি প্ল্যাটফর্মের সংজ্ঞাও বদলানোর প্রস্তাব দেওয়া হয়েছে বিলের খসড়ায়। টেলিকম বিভাগকে আন্তর্জাতিক মানের করতেই এই খসড়া প্রকাশ করা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনে স্পেকট্রাম বরাদ্দ বা নিলামের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এছাড়াও গ্রাহকদের স্বার্থের কথা মাথায় রেখে টেলিকম কোম্পানিগুলোকে স্বেচ্ছাচারিতা করা থেকেও বিরত রাখা হবে বলে বিলে প্রস্তাব দেওয়া হবে। সরকার টেলিকম কোম্পানিগুলোর ফি, জরিমানা ও অন্যান্য সার্ভিস চার্জ প্রয়োজনে সম্পূর্ণভাবে অপসারণ করতে পারে।       

আরও পড়ুন: মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশ, মুসলিম অধ্যুষিত দেশগুলিতে রমরমা পিএফআইয়ের

এছাড়াও সাইবার জালিয়াতি রুখতেও প্রস্তাব দেওয়া হয়েছে টেলিকম বিলে। নতুন টেলিকম বিলে থাকবে 'রক্ষকবচ'। এবার থেকে লোন, ক্রেডিট কার্ড বা লটারি জেতা নিয়ে কেউ ফোন করলেই জানতে পারবেন কে রয়েছে অপর প্রান্তে। নতুন বিলের খসড়ায় তেমনই একটি বিকল্প রেখেছে সরকার। মূলত অনলাইন জালিয়াতি রুখতেই এই ব্যবস্থা।  

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles