মাধ্যম নিউজ ডেস্ক: ইতিমধ্যেই প্রাথমিক টেটের (Tet Examination 2022) বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পুজোর পরই শুরু হবে আবেদন প্রক্রিয়া। ১১ অক্টোবর থেকে পোর্টাল চালু করবে পর্ষদ। সেই পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র তোলা ও জমা দেওয়া যাবে। ইতিমধ্যেই তার বিস্তারিত তথ্য আপলোড করেছে পর্ষদ। পুরোনো নিয়মেই এবারও টেট পরীক্ষা নেওয়া হবে বলে আগেই জানিয়েছে পর্ষদ। চলতি সপ্তাহেই ফের প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকরা টেটের প্রস্তুতি বিষয়ক বৈঠকে বসবেন।
আরও পড়ুন: রসায়নে নোবেল জয় বিজ্ঞানী ত্রয়ীর
তার আগে জেনে নিন টেট (Tet Examination 2022) পরীক্ষায় বসতে কী যোগ্যতা লাগবে?
আরও পড়ুন: জাতীয় পতাকায় 'টক্কর' পাকিস্তানকে, আটারিতে উড়বে ভারতের উচ্চতম তেরঙা
- পরীক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর ও এলিমেন্টারি এডুকেশনে দু'বছরের ডিপ্লোমা বা ব্যাচেলর্স ডিগ্রি থাকতে হবে।
- পরীক্ষার্থীদের স্নাতক স্তরে ৫০ শতাংশ নম্বরসহ বিএড/ ডিএলএড ডিগ্রি থাকতে হবে। ব্যতিক্রম— এসসি, এসটি, ওবিসি, অব্যাহতিপ্রাপ্ত, প্রাক্তন সেনা, বিশেষ ভাবে সক্ষম, কর্মরত অবস্থায় মৃত প্রভৃতি শ্রেণিভুক্ত পরীক্ষার্থীদের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় নম্বরের ক্ষেত্রে ৫ শতাংশ ছাড় দেওয়া হয়।
- যারা এনসিটিই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দু বছরের ডিএলএড/ ডিএড/ বিএড কোর্সের চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন এবং রেজাল্টের প্রতীক্ষায় রয়েছেন, তাঁরাও এই পরীক্ষায় বসতে পারবেন।
- যারা ডিএলএড বা ডিএড (স্পেশাল এডুকেশন) বা বিএড-এর প্রশিক্ষণ (২০২০-২০২২ সেশনে) নিচ্ছেন অথবা ডিএলএড বা ডিএড (স্পেশাল এডুকেশন) বা বিএড- পার্ট ১ পরীক্ষাটি দেওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছেন, তাঁরাও এই পরীক্ষায় বসতে পারবেন।
- পরীক্ষার প্রথম ভাষা হিসেবে পরীক্ষার্থীদের বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, ওড়িয়া এবং তেলুগু ভাষার মধ্যে যে কোনও একটি থাকতে হবে। এ ছাড়া,সকল পরীক্ষার্থীর দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি থাকতে হবে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours