মাধ্যম নিউজ ডেস্ক: নাম সৌমেন মুখোপাধ্যায়। তাঁর স্ত্রীর নাম জয়শ্রী কর। তাদের বাড়ি বারাসত থানা এলাকায়। তাদের প্রতারণা কৌশল দেখে হতবাক বারাকপুর পুলিশ কমিশনারেটের কর্তারা। কার্যত তারা পুলিশের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। তাদের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ? এই দম্পতির বিরুদ্ধে সিবিআই (CBI) আধিকারিক সেজে এক ব্যবসায়ীর কাছে থেকে দেড় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। প্রতারিত ব্যবসায়ী প্রতারণার বিষয়টি বুঝতে পেরে থানার দ্বারস্থ হন। অবশেষে অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করা হয়।
ঠিক কী ঘটনা ঘটেছে? (CBI)
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দম্পতি মূলত ব্যবসায়ীদের টার্গেট করত। যে সব ব্যবসায়ী কিছুটা হলেও বেআইনি কারাবারের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে তারা টার্গেট করত। এই তথ্য দেওয়ার জন্য তাদের এই চক্রে আর কেউ রয়েছে কি না তা পুলিশ খতিয়ে দেখছে। জানা গিয়েছে, কয়েকদিন আগে সোদপুরের তারক রায় নামে এক ব্যবসায়ীর কাছে অভিযুক্ত দম্পতি যায়। সেখানে গিয়ে সিবিআই (CBI) অফিসার পরিচয় দিয়ে তাঁর ব্যবসা সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র দেখতে চায়। স্বাভাবিকভাবে সিবিআই হানা দিয়েছে ভেবে তারকবাবু কিছুটা হলেও ঘাবড়ে যান। দম্পতির চালচলন দেখে ব্যবসায়ী ধরতেও পারেননি। ভুয়ো সিবিআই আধিকারিকদের কথা মেনে ব্যবসার কাগজপত্র তুলে দেন তারকবাবু। বেশ কিছুক্ষণ ধরে কাগজপত্র খতিয়ে দেখে ত্রুটি রয়েছে বলে আইনকানুনের ভয় দেখিয়ে তাঁর কাছে দেড় কোটি টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার কয়েকদিন পরেই তারকবাবু বুঝতে পারেন তিনি প্রতারকদের খপ্পরে পড়েছেন। সেই সময় তিনি বারাসত দত্তপুকুর থানার দ্বারস্থ হন। দীর্ঘদিন ধরে এই চক্রের খোঁজ চালাচ্ছিল পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ চরকডাঙ্গা এলাকায় অভিযান চালায়। সেখানে অভিযুক্ত সৌমেন মুখোপাধ্যায় ও তার স্ত্রী জয়শ্রী কর নামে দু'ই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের বাকি সদস্যদের নাগাল পেতে চাইছে সাইবার ক্রাইম আধিকারিক।
কী বললেন পুলিশ কমিশনারেটের এক কর্তা?
বারাকপুর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক বলেন, এক ব্যবসায়ীর কাছে থেকে অভিযোগ পেয়ে তদন্ত শুরু করা হয়। পরে, তাদের গ্রেফতার করা হয়। আর কোন কোন ব্যবসায়ীকে তারা এভাবে প্রতারিত করেছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours