Mughal Garden: নাম বদলে গেল জাতীয় ঐতিহ্য মুঘল গার্ডেনের, কী হল নতুন নাম?

Mughal Garden: রবিবার উদ্বোধন রাষ্ট্রপতির হাতে...
Mughal_Garden's_name_changed
Mughal_Garden's_name_changed

মাধ্যম নিউজ ডেস্ক: ফের এক ঐতিহাসিক ঐতিহ্যের নাম বদল! পরিবর্তন করা হল রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনের নাম। এবার থেকে ‘অমৃত উদ্যান’ হিসেবে পরিচিতি পাবে রাষ্ট্রপতি ভবনের ঐতিহ্যশালী স্থান। এমনই জানিয়েছেন রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সচিব নবিকা গুপ্তা। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ‘অমৃত মহোৎসব’ পালন করছে মোদি সরকার। সেই সূত্রেই মুঘল গার্ডেনের নতুন নামকরণ বলে জানা গিয়েছে। ২৮ জানুয়ারি, শনিবার এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ তবে ২৯ জানুয়ারি, আগামীকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অমৃত উদ্যানের উদ্বোধন করবেন।

ফের ঐতিহাসিক জায়গার নাম বদল!

মোদি সরকারের জমানায় অনেক ঐতিহ্যবাহী জায়গার নাম পরিবর্তন করা হয়েছে। মুঘলসরাই স্টেশনের নাম বদলে করা হয়েছে দিন দয়াল উপাধ্যায় জংশন৷ রাজপথ হয়ে গিয়েছে কর্তব্য পথ৷ এবার বদলে গেল রাষ্ট্রপতি ভবনের বিখ্যাত মুঘল গার্ডেনের নামও৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ডেপুটি প্রেস সচিব নবিকা গুপ্ত বলেন, “স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করা হচ্ছে। তার সঙ্গে মিলিয়েই দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনের বাগানকে অমৃত উদ্যান নাম দিলেন।”

রবিবার, ২৯ জানুয়ারি এই অমৃত উদ্যানের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর পরেই সর্বসাধারণের জন্য এই উদ্যান খুলে দেওয়া হবে। তারপর আগামী দু-মাস অর্থাৎ ৩১ জানুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত জনগণের জন্য খোলা থাকবে এই উদ্যান।

আরও পড়ুন: ত্রিপুরায় ৪৮ প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, বরদোয়ালি থেকে লড়বেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

অমৃত উদ্যান…

রাষ্ট্রপতি ভবনের অফিসিয়াল ওয়েবসাইটে অমৃত উদ্যান সম্পর্কে তথ্য তুলে ধরা হয়েছে। বলা হয়েছে ১৫ একর জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে এই উদ্যান। এই উদ্যানকে রাষ্ট্রপতি ভবনের আত্মা হিসেবে বর্ণনা করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের মুঘল উদ্যান এবং তাজমহলের চারপাশের উদ্ধানগুলির অনুকরণে এই উদ্যান তৈরি করা হয়েছিল। এখানে ভারত ও পারস্যের চিত্রকর্মও ব্যবহার করা হয়েছিল। বিভিন্ন আকারের বাগান রয়েছে রাষ্ট্রপতি ভবন চত্বরে। কোনওটি আয়তাকার, কোনওটি গোল। সব মিলিয়েই নাম মুঘল গার্ডেন। যার বর্তমান নাম অমৃত উদ্যান।

খোলা থাকবে প্রায় দু-মাস

প্রতি বছরই মুঘল গার্ডেন দেখতে ভিড় করেন বহু সাধারণ মানুষ। রাষ্ট্রপতি ভবনে বাগানকে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে এদিন থেকে এক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ৩১ জানুয়ারি থেকে এই বাগান খোলা থাকবে ২৬ মার্চ পর্যন্ত। এর মধ্যে রক্ষণাবেক্ষণের জন্য সোমবার এবং হোলির কারণে ৮ মার্চ তা বন্ধ রাখা হবে। এছাড়াও বিশেষভাবে সক্ষম, কৃষক ও মহিলাদের দেখার জন্য কিছু সময় সংরক্ষিত রাখার কথা জানানো হয়েছে রাষ্ট্রপতি ভবনের তরফে। ২৮ মার্চ খোলা রাখা হবে কৃষকদের জন্য, বিশেষভাবে সক্ষমদের জন্য ২৯ মার্চ, প্রতিরক্ষা বাহিনী, আধা সামরিক বাহিনী এবং পুলিশ কর্মীদের জন্য ৩০ মার্চ এবং মহিলাদের জন্য খোলা থাকবে ৩১ মার্চ।

প্রসঙ্গত, ৭৫ তম স্বাধীনতা দিবসের বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, যে সমস্ত চিহ্নে ঔপনিবেশিক মানসিকতার ভাব রয়েছে, সেগুলি বাতিল করতে হবে। তারপরই নয়া দিল্লির রাস্তার নাম বদল করা হয়। রাজপথের নাম বদলে কর্তব্য পথ, রেসকোর্সের নাম লোকমান্য মার্গ করা হয়। আর এবার মুঘল ইতিহাসের প্রতীক মুঘল গার্ডেনেরও নাম বদল করা হল।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles