Aadhaar PAN Link: আধার-প্যান লিঙ্কের সময়সীমা বাড়াল আয়কর দফতর, জেনে নিন শেষ তারিখ 

এবার তা বাড়িয়ে ৩০ জুন অবধি করা হল
aadhar_pan
aadhar_pan

মাধ্যম নিউজ ডেস্ক: সময়সীমা বাড়ল আধার-প্যান লিঙ্কের (Aadhaar PAN Link)। এমনটাই জানাল আয়কর দফতর। পূর্ববর্তী সময়সীমা ছিল ৩১ মার্চ এবার তা বেড়ে হল ৩০ জুন। প্রসঙ্গত, এর আগে একাধিকবার আধার-প্যান কার্ডের লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হয়েছে। ২০২২ সালের ৩১ মার্চের আগে এই লিঙ্কিং প্রক্রিয়া পুরোপুরি বিনামূল্যে করা যেত। এরপর প্যান নম্বর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করার জন্য অনেককে হাজার টাকা জরিমানা পর্যন্ত দিতে হয়েছে। এরপর আবারও প্যান-আধার লিঙ্কিংয়ের সময়সীমা বাড়ায় সরকার। ২০২৩ সালের ৩১ মার্চ অবধি সময়সীমা বাড়ানো হয়। এবার তা বাড়িয়ে ৩০ জুন অবধি করা হল। সোমবারই এই ঘোষণা করেছে সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস (CBDT)। করদাতাদের আরও কিছুটা সময় দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

হাজার টাকা পেনাল্টি দিতেই হচ্ছে

আয়কর বিভাগ গত মাসেই একটি টুইটে জানিয়েছিল, প্যান কার্ডকে বৈধ আধার নম্বরের সঙ্গে http://www.incometax.gov.in -এ ১০০০ টাকা দিয়ে লিঙ্ক করাতে হবে।

এই আধার-প্যান লিঙ্ক করার পেনাল্টি ধাপে ধাপে বেড়েছে। ২০২২ সালের ৩১ মার্চের আগে পর্যন্ত নিখরচায় তা করা যেত। ১ এপ্রিল ২০২২ থেকে তা ৫০০ টাকা হয়। এরপর ১ জুলাই ২০২২ থেকে ১ হাজার টাকা হয়।

দেখে নিন PAN-Aadhar লিঙ্ক করবেন কীভাবে

আয়কর দফতরের পোর্টালে লগ ইন না করেও e-Filing পোর্টালে ক্লিক করতে পারেন।

e-Filing পোর্টালের লিঙ্ক  https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar

এরপর Link Your PAN-এ ক্লিক।

নতুন পেজ খুলতেই আধার ও প্যান নম্বর দিন।

View Link Aadhaar Status-এ ক্লিক করলে জেনে যাবেন আপনার আধার প্যান লিঙ্ক করা আছে কি না।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles