Shaadi.com: বিয়ের বাজারে সবথেকে বেশি চাহিদা কোন পাত্রের জানেন? জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

যদিও মন্ত্রী মজা করেছেন, না- সত্যিই এই কথা বলছেন তা জানা যায়নি।
Marriage
Marriage

মাধ্যম নিউজ ডেস্ক: আইএএস, আইপিএস নয়, শাদি ডট কমে (Shaadi.com) সবথেকে বেশি ব্যবহৃত 'কি ওয়ার্ড' কী জানেন? স্টার্টআপ ফাউন্ডার। নতুন ব্যবসা শুরু করেছেন এমন মানুষদেরই নাকি এখন বিয়ের বাজারে দর সবথেকে বেশি। সম্প্রতি এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর (Rajeev Chandrasekhar)। 

ডিজিটাল ইডিয়া সপ্তাহের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, খুব বিশ্বস্ত মাধ্যম থেকে তিনি জানতে পেরেছেন শাদি ডট কমে সবথেকে বেশি স্টার্টআপ ব্যবসায়ী পাত্রদের খোঁজ চালানো হয়েছে। তিনি বলেন, "খুব বিশ্বস্ত এক জায়গা থেকে জানতে পেরেছি শাদি ডট কমে আইপিএস, আইএএস, টাটা-বিড়লায় চাকুরে নয়, খোঁজা হচ্ছে স্টার্টআপ কোম্পানির মালিকদের (Startup Founder)।"

আরও পড়ুন: বিশ্ব-বাজারের পণ্য তৈরির ভিত্তিভূমি হোক ভারত, আহ্বান মোদির

যদিও মন্ত্রী মজা করেছেন না, সত্যিই এই কথা বলেছেন তা জানা যায়নি।

[tw]

 [/tw]

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi ) গুজরাটের গান্ধীনগরে ডিজিটাল ইন্ডিয়া সপ্তাহ ২০২২ (Digital India Week 2022)- এর সূচনা করেছেন। এর মূল ভাবনা ভারতের কারিগরি কৌশলকে বিশ্বের সামনে তুলে ধরা। এই অনুষ্ঠানে তিনি আরও বিভিন্ন ডিজিটাল উদ্যোগের সূচনা করেন। প্রযুক্তির সহজ লভ্যতা ও সহজে পরিষেবা প্রদান করে জীবনযাত্রার মান সহজ করতে এবং স্টার্টআপগুলিকে উৎসাহ দিতে এই উদ্যোগগুলি চালু করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্রভাই প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব এবং শ্রী রাজীব চন্দ্রশেখর। এছাড়া, রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা, স্টার্টআপ সহ বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেন।

আরও পড়ুন: ডিজিটাল বিপ্লবে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে ভারত, গান্ধীনগরে জানালেন মোদি

কিছুদিন আগেই ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং মন্ত্রী পল স্কালির সঙ্গে বৈঠক করেন রাজীব চন্দ্রশেখর। এই সাক্ষাৎ পর্বে মূলত নতুন ভারতের স্টার্টআপস এবং ব্যবাসায়িক উদ্যোগে নতুন নতুন যে ভাবনা-চিন্তার আমদানি হয়েছে এবং তার জেরে যে সাফল্য এসেছে সে বিষয়ে কথা হয়। এছাড়াও স্টার্টআপ-এর এই যুগে কীভাবে প্রযুক্তি একটা নির্ভরযোগ্য ও দিশা বদলে দেওয়ার হাতিয়ার হিসাবে কাজ করছে তাও তুলে ধরা হয় এই আলোচনায়।     

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles