মাধ্যম নিউজ ডেস্ক: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার গোটা দেশজুড়ে পালন করা হয়েছে গুড গভর্নেন্স ডে। আর সেই দিনই ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর নামে একটি নক্ষত্রের নামকরণ করা হল। বিজেপির ঔরঙ্গাবাদের সভাপতি শিরিস বরালকর বলেন, "প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে একটি নক্ষত্রের নামকরণ করা হয়েছে।" পৃথিবী থেকে ৩৯২.০১ আলোকবর্ষ দূরে রয়েছে এই নক্ষত্রটি। জানা গিয়েছে, এটিই সূর্যের সবথেকে কাছের নক্ষত্র। ইন্টারন্যাশনাল স্পেস রেজিস্ট্রি সার্টিফিকেটের তরফে জানানো হয়েছে, "ইন্টারন্যাশনাল স্পেস রেজিস্ট্রিতে ২০২২ সালের ২৫ ডিসেম্বর একটি নক্ষত্র নথিভুক্ত করা হয়েছে। নক্ষত্রটির কোঅর্ডিনেট ১৪ ০৫ ২৫.৩ – ৬০ ২৮ ৪১.৯। নক্ষত্রটির নাম দেওয়া হয়েছে অটল বিহারী বাজপেয়ী জি। রেজিস্ট্রেশন নম্বর সিএক্স১৬৪০৮ইউএস।"
বাজপেয়ীর গৌরবময় শাসনকাল
দু দফায় দেশের প্রধানমন্ত্রীর পদ সামলেছেন অটল বিহারী বাজপেয়ী (Atal Bihari Vajpayee)। প্রথমে ১৯৯৬ সালে অল্প কিছু সময়ের জন্য দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ১৬ মে থেকে ১ জুন, মাত্র ১৫ দিন পদে ছিলেন তিনি। ফের ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীর ভূমিকায় ছিলেন তিনি। অতীতে মোরারজি দেশাই প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁর মন্ত্রিসভায় বিদেশমন্ত্রী ছিলেন বাজপেয়ী।
আরও পড়ুন: কেন্দ্রের বরাদ্দের বছর পার, এখনও শেষ হল না রাজ্যের করোনা প্রস্তুতি
২০১৮ সালের অগাস্ট মাসে প্রয়াত হন অটল বিহারী বাজপেয়ী (Atal Bihari Vajpayee)। দেশে বিকাশমূলক বিভিন্ন কাজের জন্যে তিনি আজও ভীষণভাবে জনপ্রিয়। ১৯৯৮ সালে রাজস্থানের পোখরানে মরুভূমির নীচে পারমাণবিক পরীক্ষা হয়েছিল তাঁর আমলেই। ভারতের জন্যে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল এটি। পারমাণবিক শক্তিতে এর পরেই ভারত গোটা বিশ্বের সামনে স্বীকৃতি পায়। কার্গিল যুদ্ধও হয় তাঁরই আমলে। যে যুদ্ধে পাকিস্তানকে ধরাশায়ী করে ভারত।
কেন্দ্রীয় সরকার বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) জন্মদিনটিকে স্মরণীয় করে রাখার জন্য ২৫ ডিসেম্বর দিনটিকে গুড গভর্নেন্স ডে বা সুশাসন দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। সেই মতো গোটা দেশে গুড গভর্নেন্স ডে পালিত হয়েছে রবিবার।
+ There are no comments
Add yours