Commonwealth Games: দেশের অ্যাথলিটদের পাশে দাঁড়াতে জানেন মোদি! জানুন কী বললেন পাক সাংবাদিক

পূজা গেহলট সোনা জিততে পারেননি, ব্রোঞ্জ পেয়েছেন। তাকে সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পাকিস্তানের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কোনওদিন এভাবে টুইট করেন?
modi1
modi1

মাধ্যম নিউজ ডেস্ক: সোনা জিততে না পেরে মন ভেঙে গিয়েছিল ভারতীয় কুস্তিগিরের। দেশকে পদক উৎসর্গ করতে চেয়েছিলেন। কিন্তু সোনা হাতছাড়া হওয়ায় হতাশ পূজা গেহলট (Pooja Gehlot)। কাঁদতে কাঁদতে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি। তবে হতাশা নয়, নিজের দেশের খেলোয়াড়ের পাশে দাঁড়িয়ে, তাঁকে সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। অভিভাবকের মতো তাঁর মাথায় আশীর্বাদের হাত রেখেছেন। আাগমী দিনে এগিয়ে যেতে উৎসাহ দিয়েছেন। গোটা ঘটনা দেখে অভিভূত এক পাক সাংবাদিক। প্রশ্ন তুলেছেন মোদি জানেন কীভাবে দেশের অ্যাথলিটদের পাশে দাঁড়াতে হয় আমাদের খেলোয়াড়রাও যে পদক জিতছে, পাক রাষ্ট্রপ্রধানরা কী সেকথা জানেন?

মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ব্রোঞ্জ পদক পেয়েছেন পূজা গেহলট (Pooja Gehlot)। তার আগে সেমিফাইনালে আগাগোড়া এগিয়ে থেকেও শেষ দশ সেকেন্ডে ম্যাচের রং বদলে যায়। পূজাকে হারিয়ে দেন কানাডার অভিজ্ঞ কুস্তিগির। সোনা জয়ের স্বপ্ন সেখানেই শেষ হয়ে যায়। কিন্তু মন ভেঙে গেলেও আবার কুস্তির ম্যাটে নেমে দেশের জন্য পদক জিতে নেন পূজা।

আরও পড়ুন: বয়স বাধা নয়! টেবিল টেনিসে সোনা শরথের, কমনওয়েলথে পদক তালিকায় ৪-এ ভারত

তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কান্নায় ভেঙে পড়েন ২৫ বছর বয়সি কুস্তিগির। তিনি বলেন, “সেমিফাইনালে উঠেও হেরে গেলাম। দেশবাসীর কাছে আমি ক্ষমা চাইছি। আমি ভেবেছিলাম পোডিয়ামে দাঁড়িয়ে আমার দেশের জাতীয় সংগীত বাজবে।” পূজার বক্তব্য প্রকাশ্যে আসার পরেই আলাদা করে ট্যুইট করেন প্রধানমন্ত্রী। ট্যুইটবার্তায় তিনি বলেছেন, “পূজা, তুমি পদক পেয়েছ, সেটা নিয়ে আমরা উদযাপন করব। পদক পেয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে নেই। তোমার জীবন সংগ্রামের কথা আমাদের অনুপ্রাণিত করে। ভবিষ্যতে তুমি আরও অনেক সাফল্য পাবে। এগিয়ে চলো।”
প্রধানমন্ত্রীর ট্যুইট দেখে মুগ্ধ পাকিস্তানি সাংবাদিক (Pakistani Journalist) সিরাজ হাসান। তিনি প্রধানমন্ত্রীর ট্যুইট রিট্যুইট করে লিখেছেন, “ভারতে এভাবেই খেলোয়াড়দের সমর্থন করা হয়। পূজা গেহলট সোনা জিততে পারেননি, ব্রোঞ্জ পেয়েছেন। তাকে সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পাকিস্তানের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কোনওদিন এভাবে টুইট করেন? আমাদের খেলোয়াড়রাও পদক জিতছেন। দেশের নেতারা কি আদৌ সেটা জানেন?”
 
 
উল্লেখ্য, চলতি কমনওয়েলথ গেমসের প্রথম দিন থেকেই ভারতীয় অ্যাথলিটদের উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।  শেষ পর্যন্ত ৬১টি পদক পেয়ে পদক তালিকায় এবার চার নম্বরে শেষ করেছে ভারত। ভারত মোট ২২টি সোনা, ১৬টি রুপো এবং ২৩টি ব্রোঞ্জ পেয়েছে। অন্যদিকে, ১৯৬২ সালের পরে চলতি বছরেই সেরা পারফরম্যান্স করেছেন পাকিস্তানি খেলোয়াড়রা। একটি সোনা, তিনটি রুপো এবং তিনটি ব্রোঞ্জ পদক পেয়েছে পাকিস্তান। ২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমসে পদক তালিকায় পাকিস্তান রয়েছে ১৮তম স্থানে। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles