মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য নির্বাচন কমিশনারের নাম চূড়ান্ত সংক্রান্ত ফাইল নবান্নে ফেরত পাঠাল রাজভবন। বিশেষজ্ঞ মহলের মতে, অভিজ্ঞ আমলা হিসেবে কাজ করেছেন এমন তিনজনের নামের তালিকা পাঠানোর নিয়ম রাজ্যপালের কাছে। তার মধ্যে থেকেই একজনকে বেছে নেন তিনি, এটাই নিয়ম। নামের ফাইলে তিনজন অভিজ্ঞ আমলার বিস্তারিত তথ্যও থাকার কথা। কিন্তু রাজ্য শুধুমাত্র একজনের নামই পাঠিয়েছিল, রাজীব সিনহা। প্রোটোকল মানেনি রাজ্য। রাজভবনের প্রশ্ন, ‘‘শুধু রাজীব সিনহার নাম কেন?’’ ওয়াকিবহাল মহল বলছে, রাজ্যপাল তো শুধু রবার স্ট্যাম্প নয়, যাঁর নাম পাঠানো হবে সেখানেই সিলমোহর দিয়ে দেবেন। রাজ্যপালের সঙ্গে নির্বাচন কমিশনার ইস্যুতে সংঘাত রাজ্যই শুরু করল বলে মনে করছেন অনেকে।
কে এই রাজীব সিনহা?
বর্তমানে শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান রাজীব সিনহার নাম রাজভবনে পাঠানো হয় ১৮ মে। রাজীব সিনহা এর আগে মুখ্যসচিবেরও দায়িত্ব সামলেছেন। জানা গিয়েছে, ২৯ মে শেষ হচ্ছে বর্তমান রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের মেয়াদ। তারপরেই আসবেন নতুন রাজ্য নির্বাচন কমিশনার। কিন্তু রাজীব সিনহার নামে সিলমোহর দিলেন না রাজ্যপাল। এতে নির্বাচন কমিশনারের বাছাই প্রক্রিয়া পিছিয়ে গেল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। রাজ্য- রাজ্যপাল এই সংঘাতে শেষ পর্যন্ত কার নাম নির্বাচন কমিশনার হিসাবে চূড়ান্ত হয়, তার দিকেই তাকিয়ে গোটা রাজ্য। দিনকয়েক আগেই এই ইস্যুতে রাজ্যপাল (Governor) বলেন, ‘‘আমি রাজনীতির মধ্যে নেই। অপেক্ষা করুন এবং দেখুন কী হয়।’’
আরও পড়ুন: কালিয়াগঞ্জের সেই নিহত নাবালিকা পাশ করল উচ্চ মাধ্যমিকে, হল না স্বপ্ন পূরণ
রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে সৌরভ দাসের মেয়াদ আগেই ফুরিয়েছে
প্রসঙ্গত, সৌরভ দাসের রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে কাজ করার মেয়াদ আগেই ফুরিয়ে গেছে বলে জানা গেছে। ৩১ মার্চ তাঁর কার্যকালের মেয়াদ শেষও হয়েছিল। কিন্তু তারপরও দুই মাসের জন্য রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে তাঁর কার্যকালের মেয়াদ বাড়ানো হয়েছিল। কিন্তু সেই বর্ধিত মেয়াদও এবার শেষ হওয়ার পথে। এমন অবস্থায় রাজীব সিনহার নাম প্রস্তাব করে রাজ্য। কিন্তু এতেই তৈরি হল জটিলতা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours