UGC-NET: প্রকাশিত হল নেট পরীক্ষার ফলাফল, কীভাবে জানবেন রেজাল্ট, দেখে নিন

মোট পাঁচটি পর্বে ৮৩ বিষয়ের উপর এই পরীক্ষা নেওয়া হয়েছিল
education
education

মাধ্যম নিউজ ডেস্ক: ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে প্রকাশ করা হয়েছে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের (UGC) ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (NET) ডিসেম্বর ২০২২ পরীক্ষার রেজাল্ট। নেট কর্তৃপক্ষ জানিয়েছে, যেসকল পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাঁরা ugcnet.nta.nic.in ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। এদিন রেজাল্টের পাশাপাশি ইউজিসি নেট প্রকাশ করেছে কাট অফ মার্কসও। পরীক্ষার্থীরা এটি যাচাই করে নিতে পারেন সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে। প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় বা কলেজে অধ্যাপক পদের যোগ্যতা মান অর্জন করতে হয় নেট পরীক্ষা উত্তীর্ণ হয়ে। সাধারণ / অসংরক্ষিত / সাধারণ-EWS প্রার্থীদের UGC স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেলেই বসা যায় এই পরীক্ষায়। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে এই যোগ্যতা মান ৫০ শতাংশ। সাধারণ বিভাগের পরীক্ষার্থীরা ৪০ শতাংশ নম্বর পেলে উত্তীর্ণ হতে পারেন নেট পরীক্ষায় অন্যদিকে, তফসিলি জাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষম এবং অন্যান্য পিছিয়ে থাকা সম্প্রদায়ের পরীক্ষার্থীদের ক্ষেত্রে এই নম্বর ৩৫ শতাংশ।


কিভাবে নিজের রেজাল্ট দেখবেন

১) পরীক্ষার্থীদের প্রথমে ওয়েবসাইটে যেতে হবে

২) এরপর পরীক্ষার রেজাল্ট দেখার লিঙ্কে-এ ক্লিক করতে হবে এটি হোমপেজেই থাকবে।

৩) এবার UGC NET- December 2022 Result এই লিঙ্কে ক্লিক করতে হবে।

৪) এরপর লগ-ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।

৫) এখন স্ক্রিনে পরীক্ষার্থীরা নিজের রেজাল্ট দেখতে পাবেন।

৬) এরপর এই রেজাল্ট ডাউনলোড করে প্রিন্ট করে নেওয়া যেতে পারে।

প্রসঙ্গত, ইউজিসি নেট পরীক্ষা ডিসেম্বর ২০২২, আয়োজিত হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ থেকে মার্চের ১৬ তারিখ পর্যন্ত। মোট পাঁচটি পর্বে ৮৩ বিষয়ের উপর এই পরীক্ষা নেওয়া হয়েছিল। সারা দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে মোট ৮ লক্ষের বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। ২৩ মার্চ প্রকাশ পায় পরীক্ষার আনসার কি।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles