Union Budget: বাজেটে মহিলাদের জন্য বিশেষ স্বল্প সঞ্চয় প্রকল্পের ঘোষণা! সুদের হার ৭.৫ শতাংশ

যেকোনও মহিলা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সেখান থেকে টাকা তোলার শর্ত থাকবে।
collage_maker-01-feb-2023-1131-am-sixteen_nine
collage_maker-01-feb-2023-1131-am-sixteen_nine

মাধ্যম নিউজ ডেস্ক: ছোট সেভিংস স্কিম হিসেবে মহিলাদের জন্য নয়া যোজনার প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। চলতি বছর ‘মহিলা সম্মান’ যোজনা চালুর কথা ২০২৩-২০২৪ সালের বাজেটে ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এই যোজনায়  ২ বছরের জন্য ন্যুনতম ২ লক্ষ টাকা জমা রাখা যাবে। সুদের হার ৭.৫ শতাংশ। এই যোজনার নামকরণ করা হয়েছে, ‘মহিলা সম্মান বাচত পত্র।’

এদিন বাজেট পেশ করতে গিয়ে শুরুতেই মহিলাদের কথা উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, এটাই অমৃতকালের প্রথম বাজেট। এই বাজেটে মহিলা ও যুব সম্প্রদায়কে গুরুত্ব দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে সিনিয়র সিটিজেন স্কিম (SCSS) নিয়েও বিশেষ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত রাখা যাবে। পোস্টঅফিসে মান্থলি ইনকাম স্কিমে ৪.৫ লক্ষের পরিবর্তে ৯ লক্ষ টাকা রাখা যাবে। জয়েন্ট অ্যাকাউন্টে ৯ লক্ষ টাকার পরিবর্তে ১৫ লক্ষ টাকা রাখা যাবে।

আরও পড়ুন: আবাস যোজনায় বরাদ্দ বৃদ্ধি থেকে আয়করে ছাড়, বাজেটে কী কী বললেন নির্মলা?

 মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প 

লোকসভা ভোটের আগে এটাই অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের (Nirmala Sitharaman) শেষ পূর্ণাঙ্গ বাজেট। মহিলাদের উন্নয়নের কথা সবসময় মাথায় রাখে মোদি সরকার এই প্রকল্প তারই প্রমাণ। অর্থমন্ত্রী বলেন যে, স্বাধীনতার অমৃত মহোৎসবের অধীনে মহিলা সম্মান বচত পত্র ঘোষণা করা হচ্ছে। মহিলাদের জন্য একটি নতুন সঞ্চয় প্রকল্প এটি। এতে ২ বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন। ২ লক্ষ টাকা জমা করতে হবে। যার উপর ৭.৫ শতাংশ সুদ দেওয়া হবে। যেকোনও মহিলা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সেখান থেকে টাকা তোলার শর্ত থাকবে। এবারের বাজেটে নারী কল্যাণে এটি একটি বড় পদক্ষেপ।

নারীর ক্ষমতায়ন

স্বনির্ভর গোষ্ঠীগুলির বিষয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন- "নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন একটি সুযোগ যা উপরোক্ত ক্ষেত্রগুলিতে ফোকাস করে আমাদের দৃষ্টিভঙ্গি অর্জনে রূপান্তরিত হতে পারে৷ দীনদয়াল অন্ত্যোদয় যোজনা গ্রামীণ মহিলাদের ৮১ লক্ষ স্বনির্ভরতা প্রদান করেছে। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে একত্র করে আমরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছি। আমরা এই স্বনির্ভর গোষ্ঠীগুলিকে বড় উৎপাদনশীল উদ্যোগে পরিণত করব যাতে তাদের অর্থনৈতিক ক্ষমতায়নের পরবর্তী পর্যায়ে পৌঁছাতে সহায়তা করা যায়।" 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles