মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশে এই প্রথমবার মহিলা পুলিশ কমিশনার (UP Police)। উত্তরপ্রদেশ সরকার আইপিএস অফিসার লক্ষ্মী সিংকে নয়ডা পুলিশ প্রধান হিসাবে নিয়োগ করেছে। বুধবার উত্তরপ্রদেশ পুলিশের সর্বোচ্চ পদের দায়িত্ব নিয়েছেন ২০০০ ব্যাচের এই আইপিএস অফিসার। ইউপি সরকার সোমবার গভীর রাতে বারাণসী, আগ্রা এবং প্রয়াগরাজের নতুন কমিশনারেট সহ রাজ্যের ১৬ জন আইপিএস অফিসারের বদলির তালিকা জারি করেছে। যোগী রাজ্যে বর্তমানে ৭টি পুলিশ কমিশনারেট রয়েছে।
কে এই লক্ষ্মী সিং?
এর আগে লখনউ (UP Police) রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করছিলেন লক্ষ্মী সিং। ইউপিএসসি পরীক্ষায় প্রথম মহিলা আইপিএস টপার ছিলেন তিনি। সামগ্রিকভাবে ৩৩ তম স্থান অধিকার করেন। সরকারি রেকর্ড অনুসারে হায়দ্রাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমিতে সেরা পরীক্ষার্থী নির্বাচিত হন। প্রশিক্ষণের সময় তিনি প্রধানমন্ত্রীর সিলভার বাশন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পিস্তলও পেয়েছেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক ডিগ্রি রয়েছে। ২০০৪ সালে সিনিয়র পুলিশ সুপার হিসেবে প্রথম পোস্টিং পান তিনি। ২০১৩ সালে, তিনি ডেপুটি আইজি হিসেবে উন্নীত হন এবং ২০১৮ সালে তিনি আইজি পদের দায়িত্ব পান।
আরও পড়ুন: এইমস সাইবার হানা, ৩ কোটি মানুষের তথ্য এখনও বিপদে, ২০০ কোটির দাবি হ্যাকারদের
লক্ষ্মী এর আগে ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত গৌতম বুদ্ধ নগরে স্পেশাল টাস্ক ফোর্সের আইজি/ ডিআইজি হিসাবে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালের মার্চ থেকে ২০২০ সালের ২৬ মে পর্যন্ত মিরাটের পুলিশ (UP Police) ট্রেনিং স্কুলের আইজি ছিলেন তিনি। এরপর তাঁকে আইজি রেঞ্জ লখনউ হিসাবে স্থানান্তরিত করা হয়।
নয়ডার এই নতুন পুলিশ (UP Police) প্রধান লখনউয়ের সরোজিনী নগর আসনের বিজেপি বিধায়ক এবং প্রাক্তন ইডি অফিসার রাজেশ্বর সিংকে বিয়ে করেছেন। তাঁর সঙ্গে কাজ করা একজন সিনিয়র আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, যে তিনি তার এখতিয়ারে সংঘটিত অপরাধমূলক ঘটনার একটি ব্যক্তিগত ডায়েরি রাখেন।
যোগী সরকার, গত সপ্তাহে গাজিয়াবাদ, আগ্রা এবং প্রয়াগরাজ তিনটি জেলায় তিনটি নতুন পুলিশ (UP Police) কমিশনারেটের ঘোষণা করেছে। লখনউ, গৌতম বুদ্ধ নগর (নয়ডা), বারাণসী এবং কানপুরে এই চারটি কমিশনারেট আগে থেকেই ছিল।
লখনউ এবং গৌতম বুদ্ধ নগরে কমিশনারেটগুলি ২০২০ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত করা হয় এবং ২০২১ সালের মার্চ মাসে বারাণসী এবং কানপুরে কমিশনারেট স্থাপন করা হয়। কর্মজীবনে কাজের স্বীকৃতি হিসেবে একাধিক পুরষ্কার পেয়েছেন লক্ষ্মী। ২০১৬ সালে পুলিশ পদক, ২০২০ এবং ২০২১ সালে ইউপি (UP Police) ডিজিপির রূপা এবং সোনার পদক পেয়েছেন। গত বছর তিনি ইউপি মুখ্যমন্ত্রীর শ্রেষ্ঠত্ব সেবা পদক সম্মানে সম্মানিত হয়েছিলেন।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours