3
মাধ্যমিকে দ্বিতীয় কৌশিকী সরকার (৬৯২)
মাধ্যম নিউজ ডেস্ক: স্কুল - আদর্শবাণী অ্যাকাডেমি
বাড়ি - মালদার গাজোল থানার বিধানপল্লী এলাকা
মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় স্থানাধিকারী কৌশিকী সরকার। ৬৯২ পেয়ে পাড়া-প্রতিবেশীদের তাক লাগিয়ে দিয়েছে কৌশিকী । বাংলায় পেয়েছে ৯৯, ইংরেজিতে ৯৮, অঙ্কে ১০০, ভৌত বিজ্ঞানে ১০০, জীবন বিজ্ঞানে ১০০, ইতিহাসে ৯৬ এবং ভূগোলে ৯৯। কৌশিকী সরকারের বাবা মৃণাল সরকার এবং মা চন্দ্রিকা সরকার দুজনেই সরকারি স্কুলের শিক্ষক।
কৌশিকী জানায় ,তার পড়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোনও সময়সীমা ছিল না। যখন মনে হতো তখনই সে বই নিয়ে পড়তে বসে যেত । ভবিষ্যতে ডাক্তার হতে চায় কৌশিকী।