5_soumalyo
মাধ্যমিকে অষ্টম সৌমাল্য নিয়োগী
প্রাপ্ত নম্বর ৬৮৬,
স্কুলে কোনদিন, ফার্স্ট হয়নি সৌমাল্য। সেকেন্ড হয়েছে, থার্ডও হয়েছে, কিন্তু জীবনে প্রথম বড় পরীক্ষায় স্কুলের ফার্স্ট বয়। মাধ্যমিকে অষ্টম। তবে মেধা তালিকায় নাম থাকবে আশা করেনি সৌমাল্য। সাফল্যের সবটুকু উজাড় করে দিল, তাঁর শিক্ষক শিক্ষিকাদের। যখনই সাহায্যের জন্য গেছে, তখনই পাশে পেয়েছে শিক্ষকদের। বীরভূমের প্রবীর সেনগুপ্ত বিদ্যালয়ের ছাত্র সৌমাল্যর বাড়ি দুবরাজপুরে।