4_madhurima
মাধ্যমিকে অষ্টম মধুরিমা দে , প্রাপ্ত নম্বর ৬৮৬ কোভিডের সময় একটানা ঘরবন্দী থেকেও অনলাইনে পড়াশোনা পড়াশোনা করেছে মধুরিমা। অঙ্ক তাঁর প্রিয় সাবজেক্ট। ভবিষ্যতের স্বপ্নও অঙ্ক নিয়ে পড়াশোনা করা। নাকড়াকোন্দা হাইস্কুলের কৃতি ছাত্রী মধুরিমার বাবাও ওই স্কুলের প্রধান শিক্ষক। তিনিও ধন্যবাদ জানিয়েছেন তাঁর সহকর্মী শিক্ষকদের। পড়াশোনা ছাড়াও টিভি দেখার পোকা মধুরিমা। পড়া শেষ করেই কিছুক্ষণ সিনেমা দেখা তাঁর পাস টাইম। এছাড়াও বই পড়তে ভালবাসে মধুরিমা। নাকড়াকোন্দা হাইস্কুল বাড়ি - দুবরাজপুর