img

Follow us on

Saturday, Jan 18, 2025

Alia Bhatt: আলিয়ার মেয়ের ছবি প্রকাশ্যে?

আলিয়ার মেয়ের ছবি প্রকাশ্যে?

  2022-11-08 18:39:13

রণবীর (Ranbir Kapoor) আলিয়ার (Alia Bhatt) সন্তানের (Baby) ছবি (Photo) প্রকাশ্যে? এ নিয়ে সোশাল মিডিয়ায় তুমুল গুঞ্জন। রবিবারই ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভাট (Alia Bhatt)।  খবর সামনে আসতেই বলিউডে প্রতিক্রিয়ার ঝড়। মেয়ে কার মতো দেখতে হয়েছে এই  নিয়ে নানা জনের নানা প্রশ্ন। একজন এনিয়ে নীতু কাপুরকে প্রশ্ন করলে তিনি তো প্রকাশ্যেই বিরক্ত হয়ে যান। বলেন, সবে হয়েছে। এখনই স্পষ্ট করে বলা সম্ভব নয়, কার মতো দেখতে বেবিকে। তবে আলিয়া যে এখন ভালো আছে, তা স্পষ্ট করে দেন তিনি। 

নতুন অতিথিকে নিয়ে কাপুর পরিবার যখন আনন্দে মত্ত, তখন ইন্টারনেটে আলিয়ার সঙ্গে এক শিশুর ছবি ভাইরাল (viral) হয়েছে। অনেকেই মনে করছেন, এটাই আলিয়ার মেয়ে। ছোট্ট শিশুর ছবি প্রকাশ্যে এনেছে কাপুর পরিবার। কিন্তু এই ছবিটি যে ভুয়ো, তা পরে স্পষ্ট হয়েছে। জানা যাচ্ছে ছবিটি বেশ কয়েক বছরের পুরনো। 

কিন্তু এই ছবি নিয়েও টিপ্পণি করতে কসুর করছে না সোশাল মিডিয়া। একজন বলেছেন, দু বছর অন্তত মুখটা লুকিয়ে রাখার নাটক চলবে। শরীরের বাকি অংশ দেখা যাবে। কিন্তু মুখ দেখা যাবে না। কেউ বলছেন, এই বাচ্চা হল, আর এত বড় হয়ে গেল! আর একজন বলছেন, আরে অন্যের মেয়ের ছবি কেন দেখাচ্ছ? নিজের সন্তানের ছবি দাও!আসলে সেলিব্রিটি হওয়ার এই জ্বালা। সেখানে হাসপাতালের বেডে শুয়ে থেকেও নানান বিদ্রুপ সহ্য করতে হয়। 

তবে এসবের মধ্যেই ভালো বার্তাও আছে আলিয়া-রণবীরের জন্য। কন্যা সন্তান হওয়ার পরই একটি সুন্দর ডুডল (doodle) তুলে ধরেছে আমুল (Amul)। বিভিন্ন বিষয়েই এমন চমক দিয়ে থাকে এই সংস্থাটি। এবারও আলিয়ার কন্যা সন্তান নিয়ে এমন ডুডল তুলে ধরে আমজনতার মন জয় করে নিয়েছে আমুল। সত্যি ডেলিসিয়াস।

 

Tags:

Alia Bhatt

alia bhatt baby girl

alia bhatt baby

alia bhatt baby news

alia bhatt baby photo

alia bhatt ranbir kapoor baby

alia bhatt baby video

alia bhatt and ranbir kapoor baby

ranbir alia baby

alia bhatt baby girl video

alia bhatt baby name

alia bhatt baby name and photo

alia bhatt daughter first photo reveal

amul doodle

amul congratulate alia-ranbir


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর