ভারতে ১৫ টাকা লিটারে ছুটবে গাড়ি!
এবার ভারতে গাড়ি চালাতে আর পেট্রোল, ডিজেলের ওপর নির্ভর করতে হবে না। আপনি ভাবছেন তাহলে কি ইলেকট্রিক ভেহিকেলের কথা বলছি? ব্যাটারিতে ছুটবে গাড়ি? না তাও নয়। এবার দেশে বাইক, স্কুটার থেকে চার চাকার গাড়ি ছুটবে নতুন জ্বালানিতে। খুব বেশিদিন আর এর জন্য অপেক্ষা করতে হবে না। কয়েকমাসের মধ্যেই ভারতের বাজারে নামছে নতুন জ্বালানির গাড়ি। আর এই গাড়ি চালাতে লিটার পিছু মাত্র ১৫ টাকা খরচ হবে। এমনই কথা জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ি।