মহালয়াতেই হয় একদিনের দুর্গা পুজো! কোথায় জানেন?
এক দিনের দুর্গা পুজো। মহালয়াতেই পুজোর শুরু এবং শেষ। বোধন থেকে বিসর্জন পর্যন্ত। বিশ্বাস হল না তো? তাহলে চলুন আসানসোলের ধেনুয়া গ্রামে। নাহ চারদিন ধরে তিথি ধরে পুজো অঞ্জলী ভোগ প্রসাদের বাহুল্য নেই। একদম ওয়ান ডে ক্রিকেটের স্টাইলে পুজো। মহালয়ার সকালে বোধন। সন্ধ্যায় বেজে ওঠে নবমীর ঢাক। বেলা আরও গড়ালেই বিসর্জন। পশ্চিম বর্ধমান জেলার হিরাপুরে ধেনুয়া গ্রাম। এখানেই হয় একদিনের দুর্গাপুজো। মহালয়ার দিনেই পুজো নেন দেবী মহামায়া। কুমারীরূপে পুজো করা হয় দেবীকে। একদিনের পুজো শেষে হয় প্রতিমা নিরঞ্জন। এখানে প্রতিমা অসুর দলনী নন। একেবারে ষোড়শী কন্যা যেন। দুই সখী জয়া বিজয়াকে সঙ্গে নিয়ে আসেন বাপের বাড়িতে। ২৪ ঘণ্টা কাটিয়ে পাড়ি দেন কৈলাসে, শিবাবাসে।