img

Follow us on

Friday, Nov 22, 2024

Krishna Janmastami: কোন বার্তা বয়ে আনে জন্মাষ্টমী? 

কোন বার্তা বয়ে আনে জন্মাষ্টমী? 

  2022-08-18 21:18:36

তিনি বাঁশুরিয়া। তিনিই আবার হরে মুরারি। তিনি বিপদের কাণ্ডারী। দীনবন্ধু। করুণাসিন্ধু। যুগ যুগ ধরে তিনি জীবনের আধার। যিনি ভালবাসায়, ভক্তিতে, সাহসে - জীবনকে যাপন করতে শিখিয়েছেন মানুষকে। কারুর কাছে তিনি ভগবান। আবার কারুর কাছে গোঁসাই। ভালবাসার আকর। যাঁকে দূর থেকে ভালবেসেই কাটিয়ে দেওয়া যায় একটা গোটা জীবন। একটা বাঁশীকে সম্বল করে বুঁদ হয়ে থাকা যায়া রাত দিন। গোপালের সেবা করেই কাটিয়ে দেওয়া যায় পবিত্র জীবন। 

এহেন কৃষ্ণেরই আজ জন্মদিন। দেশজুড়ে যা পালিত হচ্ছে জন্মাষ্টমী নামে। পুরাণ বলছে, কংসের অত্যাচারে যখন মথুরা কাঁপছে, তখনই দেবকীর গর্ভে তাঁর আবির্ভাব। অত্যাচারী রাজার হাত থেকে বাঁচাতে, মথুরা থেকে বাবা বসুদেব যমুনা পার করে তাঁকে রেখে আসছেন গোকুলে।  সেখানেই বেড়ে উঠছে এক মহাপ্রাণ। আর সেখানেই তৈরি হচ্ছে এক ইতিহাস। যা যুগ যুগ ধরে মানুষকে বাঁচতে শেখাবে। যাঁর বাণী শতকের পর শতক বয়ে বেড়াবে গোটা ভারত। কেউ তাতে বুঁদ হবে ভক্তি রসে। আবার কেউ সেখান থেকেই সংগ্রহ করবে তাঁর জীবনের সঞ্জীবনী সুধা। 

এই সঞ্জীবনী সুধার ছবিই ভারত জুড়ে। গোপালের দল যেখানে রাস্তার মোড়ে তৈরি করছে মানুষের পিরামিড। বহু ওপরে দড়িতে ঝুলছে মাখনের ভাণ্ড। একের কাঁধে এক ভর দিয়েই ফাটানো হচ্ছে সেই ভাঁড়। ছোটরা ফেটে পড়ছে উল্লাসে। আর এখানেই শিশুদের অজান্তে তৈরি হয়ে যাচ্ছে এক ভালবাসার শৃঙ্খল। যা একে অপরকে জড়িয়ে ধরে বাঁচার পথ তৈরি করে দিচ্ছে। অন্তসলিলা ফল্গুর মতোই নীরবে জানান দিয়ে যাচ্ছে, সকলের তরে সকলে  আমরা - প্রত্যেকে আমরা পরের তরে।

এই বোধই জন্মাষ্টমীতে পবিত্র পাওনা। শ্রীকৃষ্ণের জন্মের সময় মথুরার যে ছবি পাওয়া যায়, তাতে দেখা যায় অরাজকতার ছবি। শাসকের অত্যাচার, নিপীড়ন চরমে। মানুষের স্বাধীনতা বলে তখন কিছু ছিল না। চারদিকে ছড়িয়ে পড়েছিল অশুভ শক্তি। সেই শক্তির কাছে পদদলিত হচ্ছিল মনুষ্যত্ব। বাঁচার তাগিদেই তখন দরকার হয়ে পড়েছিল এক পরিত্রাতার। সমাজের সেই দুঃসময়ই জন্ম দিল কৃষ্ণের। আসলে এটাই বাস্তব। সময়ের প্রয়োজনেই আবির্ভাব ঘটে মহাপুরুষের। যিনি পথ দেখান মানুষকে। আলো দেন অন্ধকার সমাজে। হিংসা নাশ করে জগৎকে সভ্যতার পথ দেখান। আজকের এই সময়ে তাই বেশি করে প্রাসঙ্গিক জন্মাষ্টমী। 
 

 

 

Tags:

 

Madhyom

bangla news

Bengali news

Janmastami

krishna Janmastami

  krishna

krishna birthday

krishna children

murari

Krishnashtami Celebrations

janmasthami celebration

Human Pyramid Trying to Break Holy Pot

  krishna janmashtami

janmashtami

janmashtami 2022

janmastami puja

janmashtami special

 krishna janmashtami 2022

 janmastami 2022

janmastami special


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর