img

Follow us on

Saturday, Jan 18, 2025

Salman Khan Security: প্রাণ বাঁচাতে বন্দুক নিলেন সলমন

প্রাণ বাঁচাতে বন্দুক রাখার লাইসেন্স পেলেন সলমন

  2022-08-01 19:06:17

  When you lose the fear of death, life begins...
পর্দার দাবাং চুলবুল পাণ্ডে এমনই মনে করতেন। কিন্তু বাণিজ্যিক সিনেমা আর বাস্তব, দুটো ভিন্ন জিনিস। তাই এখানে জীবনের ভয় আসে সল্লু মিঁয়ার। তাঁকেও ভাবতে হয় আততায়ীর কথা। নিতে হয় নিরাপত্তার ব্যবস্থা। হ্য়াঁ, নিজেকে বাঁচাতে নিজের হাতেই বন্দুক তুলে নিলেন সলমন। কিনলেন বুলেট প্রুফ গাড়িও। 

বলিউড আর আন্ডারওয়ার্ল্ড। বহু বছর ধরেই এদের মধ্যে চোরা সম্পর্কের অভিযোগ। কখনও তা এসেছে প্রকাশ্যে। আবার বেশিরভাগ সময় তা থেকে গিয়েছে গুপ্ত। তবে কোনও অভিনেতা বা অভিনেত্রী যখন অন্ধকার জগতের হুমকি নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন, তখনই তা সামনে এসেছে। যেমন এসেছিল গত ২২ জুলাই। সেদিন মুম্বই পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন সলমন। জানান, তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। তাই চান গান লাইসেন্স। বিভিন্ন ডকুমেন্ট ভেরিফিকেশন আর ক্রিমিনাল রেকর্ড খতিয়ে দেখার পর নিজের কাছে বন্দুক রাখার লাইসেন্স পেলেন সলমন। এমনকি নিজের টয়োটা ল্যান্ড ক্রজার গাড়িটিকেও বুলেট প্রুফ করিয়ে নিয়েছেন। 

কিন্তু প্রশ্ন উঠছে, সল্লু মিঁয়াকে জানে মারার হুমকি কে দিয়েছে? শোনা যাচ্ছে হুমকি চিঠি এসেছে লরেন্স বৈষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে। এরাই খুন করেছিল পাঞ্জাবি সিঙ্গার সিদ্ধু মুসেওয়ালাকে। প্রকাশ্য দিবালোকে গুলি করে মারা হয় মুসেকে। তারপরই সলমনের কাছে চিঠি যায়। সেখানে লেখা, তুমহারা ভি মুসেবালা কর দুঙ্গা। মানে তোমারও মুসেওয়ালার মতো অবস্থা হবে। এরপরই নিজের নিরাপত্তার জন্য পুলিশের দ্বারস্থ হন পর্দার দাবাং পাণ্ডে। 

পুলিশের দাবি, ভয় পাইয়ে দিতেই সলমন খান ও তাঁর বাবাকে হুমকি চিঠি পাঠিয়েছিল দুষ্কৃতীরা। এর পিছনে আছে গ্যাংস্টার বিক্রম বরাড়। ওই টিমের একজনকে পুণে থেকে গ্রেফতারও করা হয়। বিক্রম তার গ্যাং চালায় কানাডা থেকে। এই বিক্রমের সঙ্গেই যোগাযোগ আছে বিষ্ণোই গ্যাংয়ের। আর এই তথ্য সামনে আসার পরই নিজের হাতে বন্দুক তুলে নিতে চাইলেন সলমন। ফলে আন্ডারওয়ার্লডের হুমকি ঘিরে বাস্তবের যে ছবি উঠে আসছে, তা সেলিম খানের হাড়হিম করা চিত্রনাট্যকেও হার মানিয়ে দিতে পারে। 


 
  

 

Tags:

Kolkata

Salman Khan

bangla news

Bengali news

madhyom bangla

bangla khobor

bangla khabar

  suvendu Adhikari

salman khan news

salman khan security

salman khan latest news

salman khan security news

salman khan security increase

salman khan father

salman khan security now

salman khan security increase news

lawrence bishnoi salman khan

salman khan death threat

salman khan security increased news

salman khan case

salman khan threat

salman khan threats

salman khan bullet proof car


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর