সেনায় যুবকদের ৪ বছরের চাকরি
ভারতীয় সেনাবাহিনীতে ঐতিহাসিক প্রকল্প। চালু হয়ে গেল অগ্নিপথ। দেশের যুবকদের চার বছরের জন্য কাজ করার দরজা খুলে দিল মোদি সরকার। সেনাবাহিনীর তিন প্রধানের উপস্থিতিতে মঙ্গলবার এই প্রকল্পের কথা ঘোষণা করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সাড়ে সতেরো বছর বয়স হলেই এই প্রকল্পে যোগ দেওয়া যাবে। অগ্নিপথে যোগ দেওয়ার সর্বোচ্চ বয়স ২১ বছর। যোগদানকারীদের ডাকা হবে অগ্নিবীর বলে। চার বছর কাজের পর মিলবে সেবানিধি প্যাকেজ। দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা এই প্রকল্পে আবেদন করতে পারবে। সুযোগ মিলবে মহিলাদেরও। এই প্রকল্পের ফলে তিন সেনাবাহিনীতেই যুবকদের অংশীদারিত্ব বাড়বে। প্রকল্পের উদ্বোধন করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, দেশের যুবকদের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পে যোগদানকারী বেশিরভাগকেই ছেড়ে দেওয়া হবে চার বছর পর। দেশসেবার জন্য বলিপ্রদত্ত হয়ে কেউ যদি থাকতে চায়, তাকে রেখে দেওয়া হবে সেনাবাহিনীতে। অগ্নিপথে ১০ সপ্তাহ থেকে ৬ মাস ধরে চলবে প্রশিক্ষণ। প্রশিক্ষণের পর অগ্নিবীরদের নিয়োগ করা হবে পাকিস্তান ও চিন সীমান্তে। অগ্নিপথ যোজনায় প্রথম বছর বেতন মিলবে ৪ লক্ষ ৮৬ হাজার টাকা। চার বছরের মাথায় এই বেতন হবে বছরে ৬ লক্ষ ৯২ হাজার টাকা। চার বছর পর সেবানিধি প্যাকেজে এককালীন মিলবে ১১ লক্ষ ৭১ হাজার টাকা। কাজ করার সময় কোনও অগ্নিবীর যদি শহিদ হন, তাঁর পরিবারকে ১ কোটির বেশি টাকা দেওয়া হবে। কর্মজীবনের বাকি টাকাও পাবে ওই অগ্নিবীরের পরিবার। কোনও অগ্নিবীর যদি যুদ্ধক্ষেত্রে গিয়ে অক্ষম হয়ে পড়েন, তাহলে মিলবে ৪৪ লক্ষ টাকা। মেধার ভিত্তিতে হবে এই নিয়োগ । যাদের দেশ সেবার ভাবনা আছে, তাদেরই মিলবে সুযোগ।