img

Follow us on

Saturday, Jan 18, 2025

Amarnath cloudburst: মেঘভাঙা বৃষ্টিতে মর্মান্তিক দুর্ঘটনা, বাড়ছে মৃত্যু, আপাতত স্থগিত অমরনাথ যাত্রা

  2022-07-09 22:07:13

অমরনাথের মেঘ ভাঙ্গা বৃষ্টিতে  অন্তত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে শনিবার দুপুর পর্যন্ত। বিকেল পর্যন্ত উদ্ধার করা গেছে ২৮ জনকে। এখনও নিখোঁজ তিরিশ থেকে চল্লিশজনের মত পুণ্যার্থী। 
জম্মু ও কাশ্মীরের অমরনাথ গুহা মন্দিরের কাছে শুক্রবার রাতে আচমকাই মেঘ ভাঙা বৃষ্টিতে ধস নামে। হু হু করে বাড়তে থাকে জল। মুহূর্তের মধ্যে ভেসে যায় একাধিক তাঁবু। ভেসে যান অমরনাথ দর্শনে আসা যাত্রীরা। 
দ্রুত উদ্ধার কাজে হাত লাগায় ভারতীয় বিমান বাহিনী (IAF), ৪টে এনডিআরএফ টিম সহ ভারতীয় সেনাবাহিনী, বিএসএফ, এসডিআরএফ, সিআরপিএফ এবং স্থানীয় বাসিন্দারা নেমে পড়েছেন উদ্ধার কাজে। স্থানীয় বাসিন্দারের ১০০ জনেরও এক উদ্ধারকারী দল, নেমে পড়েছে উদ্ধার কাজে।  
উদ্ধার কাজে হাত লাগিয়েছে বেসরকারি উদ্ধারকারী দল। গুরুতর আহতদের এমআই-17ভি-5 ও চিতল হেলিকপ্টারে উড়িয়ে আনা হচ্ছে বেস ক্যাম্পে। জম্মু, কাশ্মীর লাদাখ সহ সমস্ত এয়ারবেসে প্রস্তুত রাখা হয়েছে বিশেষ বিমানও। গুরুতর আহতের পাঠানো হচ্ছে জম্মুতে সরকারি হাসপাতালে। সেনাবাহিনী সূত্রে খবর, অমরনাথ গুহার কাছে ধস নামেনি। হঠাত মেঘভাঙ্গা বৃষ্টিতে ভেসে যায় সবকিছু। পঞ্চতরণীতে ২১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

আপাতত স্থগিত রাখা হয়েছে অমরনাথ যাত্রা। যাত্রীদের অনুরোধ করে হয়েছে, আর এগোতে না। অবস্থার কিছু উন্নতি হলে ফের স্বাভাবিক হবে অমরনাথ যাত্রা।                                                                                                                                                                                                                                                                                                                                   
এদিকে, অমরনাথের মেঘ ভাঙ্গা বৃষ্টিতে আটকে ধূপগুড়ির ছয় বাসিন্দা। ছয়জনই ব্যবসায়ী। মেঘভাঙ্গা বৃষ্টিতে ছাড়াছাড়ি হয়ে যায়। পরে অবশ্য সকলকেই খুঁজে পাওয়া গেছে। 

আসানসোলের ১২জনের আরেকটি দলের অবস্থা ততটা ভালো নয়। অমরনাথের মেঘ ভাঙা বৃষ্টিতে দুর্যোগের মধ্যে পড়েন তারা।কোনও মতে প্রাণে বাঁচলেও টাকা পয়সা ব্যাগ জিনিসপত্র সব খোয়া গেছে। সম্ভবত ভেসে গেছে জলের টানে।তবে তাঁর আগে তারা সেরে নিয়েছিলেন অমরনাথ দর্শন। ফেরার পথেই বিপত্তি।  যে লঙ্গরখানায় খাবার খাচ্ছিলেন ভেসে গেছে সেই লঙ্গরখানাও।

শুধু মহাকাল বাঁচিয়ে দিয়েছেন তাঁদের

Tags:

Amarnath Yatra

bangla news

Bengali news

bangla news live

bengali news live

Amarnath Yatra 2022

Amarnath

Amarnath cloudburst

Amarnath cave

amarnath yatra news

amarnath yatra pilgrims

amarnath yatra news today

amarnath news

amarnath yatra cloudburst

amarnath gufa

amarnath yatra latest news

amarnath yatra live

amarnath cave cloud burst

amarnath yatra halted

amarnath cloud burst

amarnath yatra suspended

amarnath yatra update 2022

cloud burst in amarnath


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর