শুরু হল অমরনাথ যাত্রা
ভগবানের দর্শনে ভক্তের যাত্রা। আদি অনাদিকাল ধরেই ভারতে চলে আসছে এই রীতি। যাত্রা পথ যতই দুর্গম হোক, দুর্লঙ্ঘ হোক রাস্তা, যাবতীয় বিপদকে তুচ্ছ করেই অসীমকে ছোঁয়ার বাসনায় মানুষ পাড়ি দিচ্ছে মাইলের পর মাইল। একসময় পাহাড়ের আল বেয়ে, সরু গিরিপথ ধরে ভক্তের দল পৌঁছে যেত অমরনাথ দর্শনে। এখন সময়ের সঙ্গে সঙ্গে সেই যাত্রাপথও অনেকটা মসৃণ। পথের বাঁকে বাঁকে নিরাপত্তা রক্ষী। সাহায্যের হাত বাড়িয়ে স্বেচ্ছাসেবক। আর এই যাবতীয় অনুকূল পরিস্থিতিতেই শুরু হচ্ছে অমরনাথ যাত্রা।
৩০ জুন বালতালের বেস ক্যাম্প থেকে এই পথ চলা শুরু হবে। তবে তার আগে ২৯ জুন জম্মু থেকে যাত্রা শুরু করল প্রথম দল। এই দলে আছেন ৪৮৯০ জন তীর্থযাত্রী। ফ্ল্যাগ নাড়িয়ে যাত্রার শুভ সূচনা করেন জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। বেদ পাঠের মধ্যে দিয়ে ভোর চারটের সময় শুরু হয় যাত্রা। ১৭৬টি গাড়িতে রওনা দেন যাত্রীরা।