img

Follow us on

Saturday, Jan 18, 2025

Amitabh Bachchan sarcasm: Twitter-কে ট্যুইট কটাক্ষে অমিতাভ, কি বললেন বিগ-বি?

Twitter-কে ট্যুইট কটাক্ষে অমিতাভ, কি বললেন বিগ-বি?

  2023-04-22 19:56:33

ট্যুইটারের মালিক এলন মাস্ককে ট্যুইটেই কটাক্ষ বিগ বি-র

নির্ধারিত ফি জমা না পড়ায় অনেক তারকার মত অমিতাভ বচ্চনেরও ব্লু-টিক উড়িয়ে দিয়েছিল ট্যুইটার।
অভিনেতা শাহরুখ-সলমন খান থেকে ক্রিকেটার সচিন-বিরাট বাদ পড়েননি নীল-টিক দৌরাত্ম্যের থেকে।  

কিন্তু অমিতাভ আছেন অমিতাভেই। একই রকম শাহেনশা মেজাজে। আশিতেও তরুণ মস্করা আর কটাক্ষে। নীল টিক হারিয়ে টিপিক্যাল বচ্চনীয় বোলতি

এ twitter ভাইয়া! শুনতে পাচ্ছ? এখন তো পয়সাও তো দিয়ে দিয়েছি...তো ঐ যে নীল কমল হত না আমার নামের আগে, সেটা আবার নামে আগে লাগিয়ে দাও ভাই, যাতে লোকজন বুঝতে পারে আমিই সেই অমিতাভ বচ্চন...হাত তো আগেই জোড় করেছি, এবার কি পায়ে পড়তে হবে?
  

সম্প্রতি ট্যুইটার কর্ণধার ঘোষণা করেন, ২০শে এপ্রিলের মধ্যে ট্যুইটার ব্যবহারকারীদের নামের পাশে ব্লু টিক লুপ্ত হবে। বলিউড থেকে ক্রিকেট এরিনার বহু সেলেব্রিটি যারা নিয়মিত সক্রিয় ট্যুইটারে, তাঁরা ব্লুটিক বা নীল টিক হারান। ব্যতিক্রম নন অমিতাভ বচ্চনও।
ট্যুইটার হ্যান্ডেলে রীতিমত সক্রিয় অমিতাভ বচ্চন। বেজায় জনপ্রিয় বটে নিজস্ব স্টাইলে ট্যুইটের জন্য। সেই কারণেই লক্ষ্য বিগ বি-র ট্যুইটার হ্যান্ডেলে।

২৪ ঘণ্টার মধ্যে তার মধ্যে নীল-টিক ফেরত পেয়েও মস্করা করতেও ছাড়েননি রসিক বচ্চন। 
এ Musk ভাইয়া! আপনাকে অনেক অনেক ধন্যবাদ!
ঐ নীল কমল লেগে গেছে আমার নামের আগে!
এখন কি বলি বলো তো ভাইয়া!
গান গাইতে ইচ্ছে করছে, আমার
শুনবে নাকি?
শোন তাহলেঃ
"তু চিজ বড়ি হ্যাঁয় musk musk...তু চিজ বড়ি হ্যাঁয় musk"

এই নীল টিকের উপযোগিতা কী? আপনার ট্যুইটার অ্যাকাউন্ট আর নকল বা ফেক অ্যাকাউন্টের মধ্যে তফাত করত টুইটারের নীল টিক। কর্ণধার এলন মাস্কের সিদ্ধান্ত অনুযায়ী গত বৃহস্পতিবার থেকে বিনামূল্যে সেই সুবিধা পাবেন না গ্রাহকরা। মাসে ৬০০ থেকে ৭০০ টাকার সাবস্ক্রিপশন চার্জ দিলে তবেই এই সুবিধা মিলবে। ইলন মাস্কের ঘোষণার পর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। পরে অবশ্য বহু তারকাই সাবস্ক্রাইব করেছেন টাকা দিয়ে। বিগ বচ্চনও সাবস্ক্রাইব করেছিলেন। তারপরেও নীল টিক খোয়া যাওয়ার বিরক্তির ট্যুইটেও জুড়লেন মস্করা। ফিরে পেয়েও মাতলেন রসিকতায়। 

Tags:

Madhyom

Elon Musk

bangla news

Bengali news

Amitabh Bachchan

amitabh bachchan twitter

amitabh bachchan tweet

amitabh bachchan twitter account

amitabh bachchan news

amitabh bachchan latest tweet

amitabh bachchan tweet on twitter

amitabh bachchan post tweet

amitabh bachchan tweet viral

amitabh bachchan viral tweet

amitabh bachchan tweet on bluetick

amitabh bachchan tweet for elon musk

amitabh bachchan’s tweet status

amitabh bachchan tweets

amitabh bachchan tweet today

tweet

amitabh bachchan funny tweet on blue tick

tweet edit button

twitter owner

tweet to twitter

sarcasm

amitabh sarcasm


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর