img

Follow us on

Thursday, Nov 28, 2024

Justice for Ankita: 'আমি বাঁচতে চেয়েছিলাম...'

বিচার চায় অঙ্কিতা

  2022-08-30 21:08:32

মুখে অনুতাপের কোনও চিহ্ন নেই। বরং ফুটে উঠছে হাসি। দুমকা কাণ্ডে পুলিশ হেফাজতে ধৃতের এই ছবি এখন ভাইরাল। ধৃতের নাম শাহরুখ হুসেন। প্রেমে সাড়া না পাওয়ায় সে দুমকার একটি মেয়ে অঙ্কিতা সিংকে জীবন্ত পুড়িয়ে মেরেছে। ভোর বেলায় ঘরে যখন ঘুমোচ্ছিল অঙ্কিতা, তখন জানলা দিয়ে তার গায়ে পেট্রোল ঢেলে দেয় শাহরুখ। তারপর আগুন ধরিয়ে দিয়ে পালায়। শাহরুখের সঙ্গেই ছিল তার বন্ধু ছোট্টু ওরফে নইম খান। নব্বই শতাংশ অগ্নিদগ্ধ অবস্থায় অঙ্কিতাকে ভর্তি করা হয় হাসপাতালে। কিন্তু জীবনের জ্বালা সহ্য করলেও শরীরের জ্বালার কাছে হার মানে সে। মারা যায় রবিবার রাতে। শেষ বয়ানে জানিয়ে যায় ইনসাফের কথা। যারা তাকে এভাবে পুড়িয়ে মেরেছে, তাদেরও যেন ওই হাল হয়। এই ছিল দ্বাদশ শ্রেণীর ছাত্রীটির শেষ কথা। তার আগে সে জানিয়ে যায়, শাহরুখ আর নইমের কীর্তির কথা। জ্বলন্ত অবস্থায় অঙ্কিতা দেখে পেট্রোলের ক্যান হাতে পালিয়ে যাচ্ছে শাহরুখ আর নইম। 


বেশ কিছুদিন ধরেই বিরক্ত করছিল শাহরুখ। স্কুল বা টিউশনি যাওয়ার সময় পিছু নিত। প্রেমে সাড়া না পেয়ে ফোন নম্বর জোগাড় করে হুমকি দিত। হুমকি দিত অঙ্কিতা ও তার পরিবারকে মেরে ফেলার। একথা আগের রাতে বাবাকে জানিয়েও ছিল ক্লাস টুয়েলভের ছাত্রীটি। বাবা বলেছিলেন সকালে বিষয়টি দেখবেন। কিন্তু তার আগে ভোর রাতেই সব শেষ। দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করছে সরকার। কিন্তু এই সাহায্য কেন আগে এল না, কেন প্রয়োজনীয় চিকিৎসার জন্য ব্যবস্থা করল না সরকার, তা নিয়ে প্রশ্ন তুলেছে পরিবার। প্রশ্ন উঠছে অঙ্কিতার নির্মম হত্যার পর দেশজোড়া নীরবতা নিয়েও। অঙ্কিতার মৃত্যুতে মোমবাতি মিছিল হয়নি। সামাজিক গণমাধ্যমে ঝড় ওঠেনি। এ কি নিছকই সামাজিক অবস্থানের জন্য? অঙ্কিতার যন্ত্রণা দলিত বা সংখ্যালঘু ছিল না বলেই কি গর্জে উঠল না দেশ? অষ্টাদশীর যন্ত্রণায়  ব্যবসা ছিল না বলেই কি তাকে এভাবে ভুলে যাওয়ার চেষ্টা? প্রশ্ন তুলছে অঙ্কিতার ঘনিষ্ঠরা। আর এক দেহ জ্বালা নিয়ে জীবনের পরপারে চলে যাওয়া মেয়েটি যেন ইনসাফ চাইছে। বিচার চাইছে এ সমাজের কাছে। যে সমাজ নাম, গোত্র বুঝে রাস্তায় নামে। মোমবাতি জ্বালায়। মিছিল করে। আর অঙ্কিতার মতো মেয়ের সঙ্গে যে বর্বর ঘটনা ঘটল, তাকে ভুলে যাওয়ার চেষ্টা করে। 
 

Tags:

Madhyom

Jharkhand

Viral video

Hemant Soren

bangla news

Bengali news

crime

Dumka

JMM

ankita singh

 justiceforankitasingh

 ankita case

ankita jharkhand

shah rukh

shahrukh

jharkhand government

jharkhand mukti morcha

dumka case

crime against women

jharkhand news

ankita singh and shahrukh

ankita singh dumka

ankita singh news

justice for ankita


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর