img

Follow us on

Saturday, Jan 18, 2025

Arpita Namesake: ভ্রান্তিবিলাস, সমনামের সঙ্কটে ট্রোলড গায়িকা অর্পিতা

ভ্রান্তিবিলাস, সমনামের সঙ্কটে ট্রোলড অন্য অর্পিতা

  2022-07-29 18:58:53

সমনামের এমন জ্বালা জানতেন না অর্পিতা মুখোপাধ্যায় (https://www.facebook.com/Arpita.Mukherjee.Singer)।

হ্যাঁ ইনিও অর্পিতা। ইনিও মুখোপাধ্যায় এবং ইনিও শিল্পী। দুজনেরই ফেসবুক, ট্যুইটার ইনস্টাতে আছেন হাজারো ফলোয়ার। ব্যাস দুই-এ দুই-এ চার করে ফেলেছেন মহাপন্ডিত সাংবাদিকরা। উদোর পিন্ডি চাপিয়েছেন বুধোর ঘাড়ে।

ফলশ্রুতি যা হয়েছে তা কহতব্য নয়। সমস্ত সোস্যাল মিডিয়ায় তুমুল ট্রোলড। বুলিং। গালি গালাজ কুৎসিত মন্তব্য। ২৪ জুলাই থেকে দুর্বিষহ এই অর্পিতার জীবন। 

দাঁড়ান দাঁড়ান আবার গোলালেন তো! আসলে দুই অর্পিতা মুখোপাধ্যায়। একজন বাংলায় থাকেন। টালিগঞ্জ সিনেমা পাড়ার উঠতি অভিনেত্রী-মডেল। যাকে দুনিয়া প্রথমবার চিনল রাজ্যের দোর্দন্ডপ্রতাপ মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে।

আরেক অর্পিতা মুখোপাধ্যায় মুম্বাইবাসী। ইনিও শিল্পী, তবে সঙ্গীত শিল্পী। প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে কিছু গান গেয়েছেন। স্টেজ শো করেন নিয়মিত। 

কলকাতার অর্পিতার ঢেউ ধাক্কায় কুপোকাত আরবসাগরে তীরে বসবাস করা আরেক অর্পিতা। সোস্যাল মাধ্যমে জানিয়েওছেন নিজের হেনস্থার কথা। 

এর আগে অবশ্য বার বার তিনি নিজের অবস্থান জানিয়েছেন গায়িকা অর্পিতা। লিখেছেন তিনি সেই  অভিনেত্রী মডেল অর্পিতা নন। কোন মন্ত্রীর তাঁর ঘনিষ্ঠ নয়। পার্থ চট্টোপাধ্যায়কে নামে চিনলেও,পরিচয় নেই। তাঁর সঙ্গে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কোন সমস্যা হয়নি। ইডি তাঁর ঘরে তল্লাশি করেনি। কিন্তু কে শোনে কার কথা! সোস্যাল মাধ্যমের হিংস্রতা তো সবাই জানেন। টিভি কাগজ দেখাচ্ছে মানেই সব ঠিক।

একটাই বাঁচোয়া, নবভারত টাইমস তাদের প্রতিবেদনের ভুল স্বীকার করে। টেলিকাস্ট করে। অনবধান ভুলের জন্য ক্ষমা প্রার্থনাও করে। সেই প্রতিবেদনও নিজের ফেসবুক পোস্টে শেয়ার করেন গায়িকা অর্পিতা।
সেই পোস্টই বা কতজন দেখেছেন কে জানে। তবে এখনও কেউ কেউ উড়ে এসে ঘৃণা উগড়ে দিচ্ছেন গায়িকা অর্পিতার দেওয়ালে। 

যমজের সমস্যা নিয়ে বহু সিনেমা হয়েছে নেমসেক হওয়ার এমন বিপদে এর আগে এমন ভাবে কেউ পড়েছেন কি? কী বলবেন একে সমনামের শিক্ষা?

 

Namesake, The namesake, Arpita, Arpita Mukherjee, Singer Arpita, Mumbai Resident, Fame Gurukul, News Bangla, Bangla News, Bengali News Live, Madhyom, Dilip Ghosh, Mamata, Arpita Mykherjee TMC, TMC, BJP, Suvendu Adhikari, Play Back Singer, Avishek Banerjee,  
 

Tags:

bjp

Madhyom

tmc

Suvendu Adhikari

Mamata

Dilip Ghosh

bangla news

bengali news live

news bangla

Arpita Mukherjee

Arpita

arpita mukherjee singer

Avishek Banerjee

Namesake

The namesake

Singer Arpita

Mumbai Resident

Fame Gurukul

Arpita Mykherjee TMC

Play Back Singer


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর