দড়ি ধরে পারাপার, আসামে উদ্ধারকাজে দমকল
assam flood
আসামে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। সেখানে চিরাং উপত্যকায় দুর্গতদের উদ্ধারে নেমেছে দমকল বাহিনী। খরস্রোতা নদীর এক পারের বাসিন্দাদের অন্য পারে আনতে আসরে নামে দমকল।
নদীর দুপ্রান্তে দড়ি বেঁধে দুর্গতদের উদ্ধার করে তারা। জলের স্রোতে যে কোনও মুহূর্তে ভেসে যাওয়ার আশঙ্কা।