আসাম বন্যা, ৭ জেলার ৫৭ হাজার মানুষ বানভাসি
শনিবারের পর, সামান্য হলেও সোমবার কিছুটা উন্নতি আসামের বন্যা পরিস্থিতির। গত শনিবার বছরের প্রথম বন্যায় আসামের ৭ জেলার প্রায় ৫৭ হাজার মানুষ বানভাসি। প্রায় ১০ হাজার ৩২১.৪৪ হেক্টর চাষ জমি জলের তলায়। এখনও পর্যন্ত ভেসে গেছে প্রায় দেড় হাজার গবাদি পশু। দু'শোর বেশি বাড়ি সম্পূর্ণ ভেঙ্গে গেছে।
ডিমা হাসাও জেলার হাফলং-এ জমি ধ্বসে শনিবার এক শিশু সহ তিন মহিলার মৃত্যু হয়েছে। আসাম রাজ্যে ডিজাস্টার ম্যানেজমেন্ট জানিয়েছে, ডিমা হাসাও ছাড়াও কাছার, ধেমাজি হোজাই, পশ্চিম কার্বি আংলং, নগাঁও, কামরূপ জেলার প্রায় ৯০-র বেশি গ্রাম জলের তলায়। ভেসে গেছে কাঠের সেতু, পাকা ব্রিজ। পার ভেঙে গেছে জমিতে মিশে গেছে সেচের খালগুলো।
লামডিং বদরপুর হিল স্টেশনে জায়গায় জায়গায় জল জমে আছে। ফলে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে তাঁদের অনেক ট্রেনের রুট বদল করেছে। বন্যায় আটকে পড়েছে দুটি ট্রেন যাতে গড়ে চোদ্দশ যাত্রী আছে। তাঁদের উদ্ধারের লাইন সারানোর কাজ চালাচ্ছে রেল।
বন্যা পরিস্থিতি উন্নতিতে, আসামের সেনা নামানো হয়েছে। বানভাসিদের উদ্ধারে নেমেছে আধা-সামরিক বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধার কার্যে তৎপর দমকল বিদ্যুৎসহ আপতকালিন দফতরগুলো।