বানভাসি অসম, বৃষ্টিতে জলস্ফীতি নদীতে
এক ফোঁটা বৃষ্টির জন্য যখন চাতক পাখির মতো অপেক্ষায় দক্ষিণবঙ্গ, তখন নাগাড়ে বৃষ্টিতে বন্যা পরিস্থিতি অসমে। জলমগ্ন সে রাজ্য়ের বিস্তীর্ণ অঞ্চল। জায়গায় জায়গায় ভেঙে পড়েছে বাড়ি। জলের তোড়ে ধুয়ে গেছে জনপথ। খোদ রাজধানী গুয়াহাটিতেই রাস্তায় বানভাসি অবস্থা। জলের মধ্যে প্রাণান্তকর পরিস্থিতিতেই কোনও মতে চলছে অটো, বাস। জল ভেঙে রাস্তায় এগোতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। সবচেয়ে খারাপ পরিস্থিতি কাছাড় ও দারাং জেলায়। পরিস্থিতি খতিয়ে দেখতে দিল্লি থেকে সেখানে পৌঁছেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ দল। তাঁরা দুটি দলে ভাগ হয়ে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন। বন্য়ায় এখনও পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। গৃহহীন পাঁচ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টায় বন্যায় আক্রান্ত ১০ জেলার ৭৯৯ টি গ্রাম। শস্য নষ্ট ৩৫ হাজার ৩৮৪ হেক্টর জমির। এরমধ্যেই বন্যা বিধ্যস্ত বেশ কিছু এলাকায় পৌঁছে গেছে বিপর্যয় মোকাবিলা দল। ২০১টি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে আশ্রয় নিয়েছেন ৬২ হাজারের বেশি গৃহহীন মানুষ। সকলেরই চিন্তা, কবে থামবে বৃষ্টি। প্রকৃতির লীলা খেলাতেই আক্রান্ত এক রাজ্য় থেকে অন্য় রাজ্য়। কোথাও বেশি বৃষ্টিতে বন্যা. আবার কোথাও বৃষ্টির অপেক্ষা।