অটল বিহারী বাজপেয়ীঃ মৃত্যুবার্ষিকীর শ্রদ্ধার্ঘ
২০১৮ সালের ১৬ অগাস্ট দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবনাবসান হয় দিল্লির এইমসে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪ বছর। ২০২৪ সালে তাঁর জন্মশতবার্ষিকী পালন করবে দেশ।
তাঁর মৃত্যুদিনে,"সদৈব অটল" স্মারকে আজ সম্মান জানান, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং লোকসভার স্পিকার ওম বিড়লা। এছাড়া, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ভারতীয় জনতা পার্টির সভাপতি জেপি নাড্ডা, রাজ্যসভার নেতা পীযূষ গোয়েলও শ্রদ্ধা জানান ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীকে।
শুধুমাত্র একজন রাজনীতিবিদ বা অসাধারণ বাগ্মী নন অটল বিহারী ছিলেন এক আদ্যন্ত কবি। তাঁর অনেক কবিতাই এখন আজকের দিনে মুখে মুখে ফেরে। তাঁর প্রাসঙ্গিকতার কারণে। তেমনই কিছু কবিতা অটলবিহারী বাজপেয়ী নিজেই আবৃত্তি করেছিলেন অনেক কবি সম্মেলনে। সেই সব কবিতাতেও তাঁর রাজনীতি তিনি বলেছেন। স্লোগানের মত নয়। কাব্যিক ভাষায়।
তেমনই এক কবিতা "হার নেহি মানুঙ্গা"
পাকিস্তান ভারতের সম্পর্ক নিয়েও কবিতা লিখেছেন তিনি।
তাঁর কবিতায় বার বার উঠে এসেছে তাঁর জীবনের কথা গল্প আর তাঁর সঙ্কল্পের কথা।
তবে সবচেয়ে ভালো কবিতা বলেছিলেন তিনি খোদ সংসদের মধ্যে দাঁড়িয়ে। যখন তাঁর ১৩ দিনের সরকারের পতন হচ্ছে। অনেক সাংসদ পরে বলেছিলেন। সম্ভবত ঐ বিদায়ী বক্তব্যই সংসদে তাঁর সেরা বক্তব্যগুলোর মধ্যে একটা। ঐ বক্তব্য শুনলে বোঝা যায় কতটা দূরদর্শী এবং কাব্যিক মানুষ ছিলেন অটল বিহারী।
বাজপেয়ী সংসদে বিদায়ী বক্তৃতাএরপর অবশ্য আরও দুবার প্রধানমন্ত্রীর শপথ নিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। দ্বিতীয়বার ১৩ মাসের সরকার। তারপর পূর্ণসময়ের প্রধানমন্ত্রী।
Tags:
bjp
Suvendu Adhikari
Dilip Ghosh
bangla news
Bengali news
Atal Bihari Vajpayee
atal bihari vajpayee death
atal bihari vajpayee speech
atal bihari vajpayee poems
atal bihari vajpayee latest news
atal bihari
vajpayee
atal bihari vajpayee health
atal bihari vajpayee news
atal bihari vajpayee video
atal bihari vajpayee family
pm atal bihari
atal bihari vajpayee best speech
atal bihari vajpayee latest photo
Poet Atal Bihari Bajpayee
Orator Atal Bihari
tributes to Atal Bihari Vajpayee on death anniversary