img

Follow us on

Saturday, Nov 23, 2024

MODI on Language Debate: "ভাষা বৈচিত্র্য দেশের আত্মা" প্রধানমন্ত্রী মোদি

modi_in_bjp_org_meet

  2022-05-20 22:20:22

"ভারতীয় ভাষা ভারতের আত্মা" এমনই মনে করে বিজেপি। রাজস্থানের জয়পুরে বিজেপি সর্বভারতীয় নেতৃত্বের দু'দিনের বৈঠকে ভার্চ্যুয়াল ভাষণে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি সরকারের আট বছর পূর্তি উপলক্ষে এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় নেতৃত্ব। মোদি বলেন, বিজেপি ভারতের সাংস্কৃতিক বিভিন্নতা ও ভাষা বৈচিত্র্যকে রাষ্ট্রীয় স্বাভীমানের দৃষ্টিভঙ্গিতে দেখে। গত মাসেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌ বলেছিলেন, কেন্দ্রীয় ক্যাবিনেটের সত্তর শতাংশ মিনিটস লেখা হয় হিন্দিতে। তিনি পার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ কমিটির চেয়ারম্যানও বটে। ফলে অমিত শাহের বক্তব্য নিয়ে রাজনৈতিক জলঘোলা করার চেষ্টা হয়। এপ্রিলের শুরুতে অজয় দেবগন ও কন্নড় অভিনেতা সুদীপের মধ্যে এই ভাষা নিয়েই ট্যুইট যুদ্ধ চলে। যেখানে কর্নাটকের মুখ্যমন্ত্রীকে বিবৃতি দিতে হয়। ফলে ভাষা নিয়ে যাতে নতুন করে বিতর্ক না তৈরি হয় সেই দিকে লক্ষ্য রেখেই প্রধানমন্ত্রীর বার্তা। মনে করছেন রাজনৈতিক মহল। মোদি বলেন ভাষার বিভিন্নতাকে গুরুত্ত্ব দেওয়া হয় বলেই বিজেপি আমলে আঞ্চলিক ভাষায় প্রতিযোগিতামূলক পরীক্ষার দেওয়ার নীতি নেওয়া হয়েছে। এ বছরের শেষে গুজরাট ও হিমাচল প্রদেশে নির্বাচন। ২৩ সালে নির্বাচন হবে ছত্তিশগড়, রাজস্থান, তেলেঙ্গানা, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, কর্নাটক, মেঘালয়, মিজোরাজ ও নাগাল্যান্ডে। অর্থাৎ একেবারে হিন্দি বলয়ের বাইরের রাজ্যগুলোতে নির্বাচন হবে। যেখানে ভাষার বিভিন্নতাও রয়েছে। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদৃষ্টি বলছে ভাষা ঝগড়াকে বাড়তে দিলে তা বিজেপির স্লোগান সবকা সাথ সবকা বিকাশের এজেন্ডাকে পিছনে ফেলে দিতে পারে। ২৪ লোকসভার নির্বাচনের আগে এটাই বড় চ্যালেঞ্জ ক্যাপ্টেন মোদির। রাজনৈতিক মহলের দাবি, সচেতন ভাবেই ভাষার বিভিন্নতাকে দেশের আত্মার সঙ্গে তুলনা করে, সব ভাষাভাষীর দিল জিতে নিতে চাইলেন প্রধানমন্ত্রী. 

Tags:

bjp

Modi

Amit Shah

Organisational Meeting

Language Debate

Ajoy Devgn

Kichcha Sudeep

CM Karnataka

8th years of BJP Govt


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর