এমনই তৈরি হবে রামমন্দির
রায় (Ayodhya Ram Mandir Verdict) এসে ছিল ঠিক তিন বছর আগে। ২০১৯ সালের ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল অযোধ্যায় যেখানে রামলালার (Ram Lala) মূর্তি বিরাজ করছে , সেখানেই দুই দশমিক ৭৭ একর জমি তুলে দেওয়া হবে ট্রাস্টের হাতে। এই জমির মালিক রামলালা। তা দেখভালের জন্য তিন মাসের মধ্যে ট্রাস্ট গঠন করতে হবে কেন্দ্র সরকারকে। তারপর সেখানেই তৈরি হবে রাম মন্দির। আদালতের রায় আসার পর দ্রুত গতিতে এগিয়েছে সব কিছু। তিন বছরের মধ্যেই মন্দিরের নকশা চূড়ান্ত থেকে নির্মাণ, সবকিছুই চলেছে পরিকল্পনা মাফিক। এবছর দীপাবলির সময়ই মন্দিরের ৫০ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছিল। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এরমধ্যেই জানিয়ে দিয়েছেন, নির্দিষ্ট সময়ের এক বছর আগেই শেষ হয়ে যাবে মন্দিরের কাজ। ফলে ২০২৩ সালের মধ্যেই সবকিছু শেষ হয়ে যাওয়ার কথা। আর তা হলে সামনের বছর শেষের দিকে বা ২০২৪ সালের শুরুতেই ভক্তদের জন্য খুলে দেওয়া হতে পারে রামমন্দিরের দরজা।
মন্দির নির্মাণের কাজ কত দ্রুত এগোচ্ছে, তা খতিয়ে দেখতে দীপোৎসবের উদ্বোধনে সেখানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে রামলালাকে পুজো দেওয়া ও আরতি করার পাশাপাশি পুরো চত্বর ঘুরে দেখেন তিনি। যোগ দেন সন্ধ্যারতিতে। সরযূ নদীর তীরে সেই মুহূর্তে জ্বলে ওঠে ১৭ লক্ষ প্রদীপ। পবিত্র তীর্থে তখন ঐশ্বরিক মুহূর্ত। ভগবান রামের অবিচল কর্তব্যের কথা সেখানে সকলকে মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদির সঙ্গেই সেখানে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
রামমন্দির নির্মাণের পাশাপাশিই গোটা অযোধ্যাকে বিশ্বস্তরের সাংস্কৃতিক পর্যটন নগরী হিসেবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য নতুন করে বানানো হচ্ছে বিমানবন্দর, বাস স্ট্যান্ড। সাজিয়ে তোলা হচ্ছে অযোধ্যা রেল স্টেশন। এতদিন সেখানে মাত্র তিনটি প্লাটফর্ম ছিল। তা বাড়িয়ে ৬টি প্লাটফর্ম তৈরি করা হচ্ছে। এই রেলস্টেশন থেকে বাসস্ট্যান্ড, সবকিছুই মন্দির থেকে ৩ কিলোমিটার দূরত্বের মধ্যে রাখা হচ্ছে। ফলে যাত্রীদের যাতায়াতের আর কোনও সমস্যাই থাকবে না। বরং তাঁদের চোখের সামনে ফুটে উঠবে রাম জন্মভূমির এক অপূর্ব দৃশ্য। এখানেই তৈরি করা হবে বিশ্বের সবচেয়ে উঁচু প্রতিমা। ২৫১ মিটার বা প্রায় ৮২৪ ফুট উঁচু ভগবান রামের মূর্তি তৈরি করা হবে এখানে। এতদিন সবচেয়ে উঁচু স্ট্য়াচুর উচ্চতা ছিল ১৮২ মিটার। সেই স্ট্যাচু অব ইউনিটিকে ছাপিয়েই তৈরি হবে ভগবান রামের মূর্তি। পুরো চত্বরকে সাজিয়ে তুলে স্বপ্ননগরী বানাতে টার্গেট নেওয়া হয়েছে ২০৪৭ সাল। এই ভিশনকে সামনে রেখেই এগোচ্ছে অযোধ্যা। সাকার হচ্ছে কোটি কোটি মানুষের স্বপ্ন। বিশ্বের কাছে সমাদৃত হচ্ছে সনাতন হিন্দু সংস্কৃতি।
Tags:
Ram Mandir
Ayodhya Ram Mandir
ayodhya ram mandir pm modi
ram mandir ayodhya
ram mandir construction
ram mandir news
ram mandir trust
ram mandir in ayodhya
ram mandir update
ram mandir construction update
ram mandir latest update
ram mandir nirman
ayodhya ram mandir contruction
ram mandir ayodhya construction
ram mandir construction in ayodhya
ayodhya ram mandir construction
ayodhya ram mandir construction update
ram mandir garbh grah
ram mandir sanctorum
ram temple ayodhya
ayodhya verdict 3 years