দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি দু-দেশের প্রধানমন্ত্রী
বিজেপি কর্মী-সমর্থকদের সুর এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলায়। দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর বললেন, যতদিন ভারতে প্রধানমন্ত্রী থাকবেন মোদি,দু-দেশ সমস্ত সমস্যার সমাধান করবে। অর্থাৎ, বিজেপি অনুরাগীরা যেভাবে বলেন যে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, এবার শেখ হাসিনাও সেই কথাই বোঝাতে চাইলেন। ভারত ও বাংলাদেশের মধ্যে এদিন ৭টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে মোদি বলেন, দু দেশ এবার তথ্য প্রযুক্তি, মহাকাশ ও পরমাণু ক্ষেত্রেও একযোগে কাজ করবে। এদিন বৈঠকের আগে সাংবাদিকদের মুখোমুখি হন দুই প্রধানমন্ত্রী। সেখানে শেখ হাসিনা হিন্দিতে বলার চেষ্টা করেন। ভারতে যখন আশ্রয় নিয়েছিলেন, সেই ছোটবেলায় হিন্দি শিখেছিলেন তিনি। এতদিন পর সেই হিন্দি বলার প্রয়াস। শুনুন, কী বললেন শেখ হাসিনা।