img

Follow us on

Sunday, Jan 19, 2025

Mamata Banerjee: ভোট আসলেই বাংলা জ্বলে, মমতার টনক নড়ে?

ভোট আসলেই বাংলা জ্বলে, মমতার টনক নড়ে?

  2022-12-15 18:43:47

ভোট জুড়ে দুই ছবি। নির্বাচনের সময় অশান্ত বাংলা। অন্যদিকে উৎসবের মেজাজে গুজরাট থেকে হিমাচলপ্রদেশ। বছরের পর বছর নির্বাচনকে ঘিরে অশান্তি দেখতেই অভ্যস্ত হয়ে গেছে রাজ্যবাসী। কিন্তু ভ্রুক্ষেপ নেই মুখ্যমন্ত্রীর। ক্ষমতা ধরে রাখতে এবং তা বিস্তার করতেই তিনি ব্যস্ত। তিনি ছুটে যান মেঘালয়। বাজনা বাজান। ক্ষমতার গন্ধ শোঁকেন। কিন্তু ভোট ঘিরে হিংসাকে দূরে সরিয়ে শুধু উদযাপন কীভাবে করা যায়, সেদিকে দেখেও দেখেন না তিনি। কিছুদিন আগেই নির্বাচন হয়ে গেল গুজরাট থেকে হিমাচলে। গুজরাটে বিপুল ভোটে জিতে ক্ষমতায় বিজেপি। অন্যদিকে হিমাচলের তখতে কংগ্রেস। কিন্তু কোথাও কোনও অশান্তির খবর নেই। এটাই তো গণতন্ত্র। এভাবেই তো মেতে ওঠা উচিত গণতান্ত্রিক প্রক্রিয়ায়। কিন্তু পশ্চিমবঙ্গ বাসীর দুর্ভাগ্য। কী লোকসভা ভোট, কী বিধানসভা বা পঞ্চায়েত নির্বাচন। ভোট কাছে এলেই অজানা আতঙ্কে কেঁপে ওঠে গ্রাম বাংলা। আর বাংলার এই দুর্দশা নিয়েই সংসদে মমতাকে তীব্র আক্রমণ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর কথায়, বিজেপি হাতে দেশলাই পেলে ঘরে ঘরে উজালা পৌঁছয়,কিন্তু তৃণমূল যখন ক্ষমতায় তখন সেখানে ঘর জ্বলে।

ভোটকে ঘিরে একসময় হিংসার ছবি দেখা যেত বিহারে। কিন্তু তারাও বদলে গেছে। শুধু অন্ধকার রাজত্বে আরও অন্ধকার ঘনিয়ে আনার ষড়যন্ত্র চলছে বাংলায়। ক্ষমতা ধরে রাখার এ এক গা ছমছমে আবহ। বাজনা বাজিয়ে আনন্দ পান মুখ্যমন্ত্রী। কিন্তু বাংলার মানুষের যে করুণ অবস্থা হচ্ছে, সেদিকেও নজর দিন। না হলে রোম সম্রাট নিরোর সঙ্গেই বারবার তুলনা আসবে তাঁর।  

 

Tags:

 

Mamata Banerjee

Nirmala Sitharaman

mamata banerjee news

chief minister mamata banerjee

nirmala sitharaman news

nirmala sitharaman vs mamata

nirmala sitharaman mamata banerjee

nirmala sitharaman counter mamata

mamata banerjee nirmala sitharaman

election time bengal tensed

bengal tension other state cool

other state celebrate at election time