img

Follow us on

Saturday, Jan 18, 2025

BJP National Executive in Hyderabad: 'মিশন দক্ষিণে' জোর অর্থনীতি ও দরিদ্র কল্যাণে বললেন জেপি নাড্ডা

বিজেপি জাতীয় কর্ম সমিতি ঘিরে সেজে উঠেছে হায়দ্রাবাদ

  2022-07-03 09:13:54

বিজেপির জাতীয় কর্ম সমিতির বৈঠক ঘিরে শুধু হায়দ্রাবাদ নয়, গোটা তেলেঙ্গানা উৎসাহিত। হায়দ্রাবাদের পৌছে বললেন বিজেপি সর্বভারতীয় সভাপতি  জে পি নাড্ডা। আজ থেকে হায়দ্রাবাদে শুরু হচ্ছে বিজেপির দুদিনের জাতীয় কর্মসমিতির বৈঠক। হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে হবে বৈঠক। বৈঠক উপলক্ষে সেজে উঠেছে গোটা হায়দ্রাবাদ।
ভিজ
সারা দেশ থেকে বিজেপির জাতীয় স্তরের নেতৃত্বরা অংশগ্রহণ করবেন এই বৈঠকে। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলবেন প্রতিনিধিদের সামনে। এবছর ডিসেম্বরেই গুজরাট ও হিমাচলে রাজ্যে নির্বাচন। ২০২৩ সালে আরও ৯টি রাজ্যে বিধানসভার লড়াইয়ের মুখোমুখি হতে হবে বিজেপিকে। তারমধ্যে তেলেঙ্গানাও আছে। গত পাঁচ বছরের মধ্যে প্রথমবার দিল্লির বাইরে জাতীয় কর্ম সমিতির বৈঠক করছে বিজেপি। এবং প্রায় ১৮ বছর বাদে বিজেপির বৈঠক হচ্ছে হায়দ্রাবাদে। স্বভাবতই উচ্ছ্বসিত রাজ্যের বিজেপি সমর্থকেরা।

ট্যুইট বার্তায় বসুন্ধরা রাজে সিন্ধিয়া জানিয়েছেন, 
এখানে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাহী সভায় দুটি প্রস্তাব পাঠানো হবে। একটি রাজনৈতিক প্রস্তাব এবং অন্যটি অর্থনীতি ও দরিদ্র কল্যাণ। সম্প্রতি অনুষ্ঠিত কর্মকর্তাদের বৈঠকে এসব প্রস্তাবের খসড়া নিয়ে আলোচনা হয়েছে।
মানুষের সঙ্গে যোগাযোগের পাশাপাশি অন্ত্যোদয়ের জন্যও নিবিড় প্রচার চালাতে হবে। এ দুটি একসঙ্গে করা গেলে শ্রমিক, রাষ্ট্র ও জনগণও এর সুফল পাবে। জাতীয় কার্যনির্বাহী বৈঠকে তেলেঙ্গানার পরিস্থিতি নিয়ে একটি বিবৃতিও জারি করা হবে।
বুথ সংগঠন মজবুত করতে জোর দিতে হবে। বুথ অধ্যক্ষ আর কর্মকর্তাদের মধ্যে সম্পর্কের উন্নতি করতে হবে। কারণ এরাই বিজেপির বার্তাকে জনগণ পর্যন্ত পৌছে দেন।
দেশের পাশাপাশি বিদেশে থাকা ভারতীয়দের মধ্যেও বিজেপির প্রচার সংগঠনের জোর দেওয়ার কথা আলোচনায় আস্তে চলেছে।

Tags:

 

bjp

Narendra Modi

Modi

PM Modi

JP Nadda

Hyderabad

assembly election

Telangana

BJP National Executive

Mission Dakshin

Hyderabad International Convention Centre

Draft Resolution

Economic Resolution

Political Resolution

Booth Organisation


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর