Modi_on_Dynasty_Politics
নাম উচ্চারণ করেননি, 'পরিবারতন্ত্র'কে নিশানা করে এক ব্র্যাকেটে নিয়ে এলেন সব বিরোধীদের। শুক্রবার রাজস্থানের জয়পুরে বিজেপির সাংগঠনিক বৈঠকে মোদি বলেন, পরিবারতন্ত্রের রাজনীতির মূল কথা শুরু হয় পরিবার থেকে পরিবারের জন্য। ওই সব দল একটি পরিবারের স্বার্থেই কাজ করে, দেশের স্বার্থ সেখানে গৌন। কিন্তু গণতন্ত্র সে কথা বলে না। ২০১৪ সালের পর থেকে দেশে প্রকৃত গণতন্ত্রের চর্চা চলছে। বাইটঃ নরেন্দ্র মোদি, প্রধানমন্ত্রী দিল্লিতে সনিয়া-রাহুল, দক্ষিণে কেসিআর-কেটিআর, পুবে মমতা-অভিষেক, লালু-তেজস্বী, উত্তরে মুলায়ম-অখিলেশ। নাম না করে সব বিরোধীদের এক ব্র্যাকেটে নিয়ে মোদি বলেন,"পারিবারিক রাজনীতি ‘আমি এবং আমার’ ভাবনাকে শক্তিশালী করে। রাজনীতিতে পরিবারতন্ত্র রাজনৈতিক দুর্নীতির এটি বড় কারণ। তিনি বলেন,পরিবারতন্ত্রের রাজনীতি গণতান্ত্রিক দেশের সামনে বড় চ্যালেঞ্জ। বাইটঃ নরেন্দ্র মোদি, প্রধানমন্ত্রী পরিবারের হাত ধরে নয়, দেশের স্বার্থকে গুরুত্ব দিতে গণতন্ত্রের পথেই হারাতে হবে পরিবারতন্ত্রকে। সাংগঠনিক বৈঠক থেকে ডাক প্রধানমন্ত্রীর। মোদির নিশানায় পরিবারতন্ত্র