আসামে উপজাতি পরিষদের ভোটে গেরুয়া ঝড়
BJP WIN KARBI ANGLONG
আসামে বিজেপির জয়যাত্রা অব্যাহত। কার্বি আংলং অটোনমাস কাউন্সিল পোলে ২৬টির মধ্যে ২৬টি আসনই পেয়েছে গেরুয়া শিবির। গতবারের মতোই কংগ্রেস একটি আসনও পায়নি। ৮ই জুন সেখানে ভোট হয়েছিল। ফল বেরিয়েছে রবিবার রাতে। সেখানেই দেখা যাচ্ছে বিজেপির একপেশে জয়। ২০১৭ সালেও ২৬টির মধ্যে ২৪টি আসনে জয়লাভ করে বিজেপি। এবারে একেবারে ২৬ শে ২৬। রেজাল্ট আউটের পরই আসাম বিজেপির উচ্ছ্বসিত প্রশংসা করে টুইট করেন প্রধানমন্ত্রী। লেখেন, এটা ঐতিহাসিক জয়। সেখানকার জনগণকে ধন্যবাদ। অসমের উন্নয়নে বিজেপির প্রতি যে আস্থা দেখিয়েছেন ভোটাররা,সেই উন্নয়নের ধারা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে দল। বিজেপির কর্মকর্তাদেরও এই জয় নিয়ে সাধুবাদ জানিয়েছেন তিনি। অসমের উপজাতি পরিষদগুলির মধ্যে অন্যতম প্রাচীন এই কার্বি আংলং। ২০০১ থেকে ২০১৫ পর্যন্ত সেখানে কংগ্রেসের শাসন ছিল। কিন্তু ২০১৬য় রাজ্যে ক্ষমতা বদলের পরই পরিস্থিতি পাল্টে যায়। ২০১৭য় ২৬টির মধ্যে ২৪টি আসন দখল করে বিজেপি। এবার সবকটিতেই জয়। ফলে প্রশ্ন একটাই, অসমে কি ক্রমশই ভ্যানিশ হয়ে যাচ্ছে কংগ্রেস?